TRENDING:

কেকেআরের নতুন অধিনায়ক কে? নিলামের আগেই চমক দেবে নাইটরা! জেনে নিন বিস্তারিত

Last Updated:
Kolkata Knight Riders: আইপিএল ২০২৬-এর আগে ১০টি ফ্র্যাঞ্চাইজি তাদের রিটেনশন তালিকা প্রকাশ করে দিয়েছে। ১০ জন প্লেয়ারকে রিলিজ করে বড় চমক দিয়েছে কেকেআর। অধিনায়ক কে হবে তা নিয়েও জল্পনা।
advertisement
1/6
কেকেআরের নতুন অধিনায়ক কে? নিলামের আগেই চমক দেবে নাইটরা! জেনে নিন বিস্তারিত
আইপিএল ২০২৬-এর আগে ১০টি ফ্র্যাঞ্চাইজি তাদের রিটেনশন তালিকা প্রকাশ করে দিয়েছে। ১০ জন প্লেয়ারকে রিলিজ করে বড় চমক দিয়েছে কেকেআর। তালিকায় রয়েছে ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেলদের মত বড় নাম। ৬৪ কোটির বেশি টাকা নিয়ে নিলামে নামবে নাইটরা।
advertisement
2/6
গত মরশুমে হতাশাজনক পারফরম্যান্সের পর নতুন মরশুমে পুরোপুরি নতুনভাব দল গোছাতে চাইছে কেকেআর ম্যানেজমেন্ট। ফলে শুধু রিলিজ লিস্ট নয়, দলে আরও বেশ কিছু বড় পরিবর্তন হলে অবাক হওয়ার কিছ থাকবে না। তার মধ্যে অন্যতম হল অধিনায়ক বদল।
advertisement
3/6
গত বছর অজিঙ্কে রাহানেকে ২ কোটিতে কিনে তাকেই দলের অধিনায়ক বানিয়েছিল ফ্রাঞ্চাইজি। তবে, কৌশলগত ভুল, মাঝপথে দল পরিচালনায় দ্বিধা এবং বোলারদের পরিচালনার অভাবে দলের পারফরম্যান্স তলানিতে ঠেকেছিল। যদিও ব্যাটিং ভাল পারফর্ম করেছিলেন জিঙ্কস।
advertisement
4/6
ফলে নতুন মরশুমে নিলাম থেকে কোনও বড় নাম দলে যোগ না হলে, যে প্লেয়াররা সম্ভাব্য অধিনায়ক হওয়ার তালিকায় রয়েছে তাদের মধ্যে অন্যতম রিঙ্কু সিং। রিঙ্কু সিং গত কয়েকটি মরশুমে ফ্রাঞ্চাইজির হয়ে আগুন ঝরানো ব্যাটিং করেছেন তিনি। দিয়েছেন একাধিক ম্যাচ উইনিং পারফরম্যান্স। ফিল্ডিংয়েও অনবদ্য। প্রয়োজনে বোলিংও করতে পারেন।
advertisement
5/6
সম্প্রতি রঞ্জি ট্রফিতে দুরন্ত ছন্দে রয়েছেন রিংকু। অন্ধ্রের বিরুদ্ধে ১৬৫ এবং তামিলনাড়ুর বিরুদ্ধে ১৭৬ রানের দুরন্ত ব্যাটিং করেছেন। তাঁর সম্প্রতি ছন্দ এবং মাঠে তাঁর শরীরী ভাষা, ইতিবাচক মনোভাব এবং সতীর্থদের সঙ্গে তার সম্পর্ক, সব মিলিয়ে রিঙ্কু নেতৃত্বের জন্য উপযুক্ত পছন্দ হতেই পারেন।
advertisement
6/6
যদিও এখনও এই বিষয়ে কেকেআরের তরফ থেকে কোনও রকম প্রতিক্রিয়া আসেনি। রাহানেকে রিটেন করেছে নাইটরা। ফলে রাহানের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নিলাম থেকেও কোনও চমক দেয় কিনা নাইটরা সেটাও দেখার।
বাংলা খবর/ছবি/খেলা/
কেকেআরের নতুন অধিনায়ক কে? নিলামের আগেই চমক দেবে নাইটরা! জেনে নিন বিস্তারিত
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল