KKR News: কেকেআর ভাঙবে মুম্বইয়ের ঘর! শক্তি বাড়াতে মহাতারকাকে নেবে কলকাতা! জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: কেকেআর ধরে রেখেছে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও রমনদীপ সিংকে। এবার কি মুম্বইয়ের ঘর ভাঙাবে নাইটরা।
advertisement
1/6

অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে আইপিএল ২০২৫ রিটেনশন তালিকায় বড় চমক দিয়েছে কলকাতা নাইটরাইডার্স। যদিও কেকেআর ধরে রাখার চেষ্টা করলেও শ্রেয়স যে দাম চেয়েছিল তা দেওয়া নাইটদের সম্ভব ছিল না বলে খবর।
advertisement
2/6
কেকেআর ধরে রেখেছে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও রমনদীপ সিংকে। শুধু শ্রেয়স নয়, কেকেআরের রিটেনশন তালিকায় জায়গা হয়নি ফিল সল্ট, নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, মিচেল স্টার্কদের মত তারকাদের।
advertisement
3/6
ফলে আগামী মরশুমের জন্য কেকেআরকে শুধু একজন অধিনায়ক নয়, কিনতে হবে একজন ভাল উইকেটকিপার-ব্যাটারও। আর সেখানেই মুম্বই ইন্ডিয়ান্সের ঘর ভাঙতে পারে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
advertisement
4/6
মুম্বই ইন্ডিয়ান্সের রিটেনশন তালিকায় জায়গা পাননি ইশান কিশান। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব ও তিলক বর্মাকে রিটেন করেথে মুম্বই। আরটিএম কার্ডের মাধ্যমে ইশানকে ফেরানো হবে কিনা তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই।
advertisement
5/6
ফলে ইশান কিশানের জন্য যে নিলামের টেবিলে জোর লড়াই হবে একাধিক ফ্র্যাঞ্চাইজির। কারণ ইশান একজন টপ অর্ডার মারকাটারি ব্যাটার। তারসঙ্গে উইকেট কিপার হিসেবেও দুরন্ত। অভিজ্ঞতাও যথেষ্ট।
advertisement
6/6
ভারতীয় দল থেকে বর্তমানে বাইরে ইশান কিশান। নিজের অবাধ্যতার জন্য হারিয়েছেন বোর্ডের চুক্তি। ঘরোয়া ক্রিকেট খেলে ফের জাতীয় দলে ফিরতে মরিয়া ইশান কিশান। নিলামে ইশানকে দলে নিলে কেকেআরের শক্তি অনেকটা বাড়বে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।