KKR vs CSK: কেকেআর থেকে বাদ দলের সেরা ম্যাচ উইনার! সিএসকে ম্যাচে মেগা চমক দেবে নাইটরা? জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR vs CSK IPL 2025: শেষ ম্যাচে ঘরের মাঠে লখনউয়ের বিরুদ্ধে তীরে এসে তরী ডুবেছে কেকেআরের। ২৩৮ রান তাড়া করতে গিয়ে মাত্র ৪ রান দূরে থামে নাইটরা। এত কাছে গিয়ে ম্য়াচ হারার হতাশা দেখা যায় কেকেআর শিবিরে।
advertisement
1/6

শেষ ম্যাচে ঘরের মাঠে লখনউয়ের বিরুদ্ধে তীরে এসে তরী ডুবেছে কেকেআরের। ২৩৮ রান তাড়া করতে গিয়ে মাত্র ৪ রান দূরে থামে নাইটরা। এত কাছে গিয়ে ম্য়াচ হারার হতাশা দেখা যায় কেকেআর শিবিরে।
advertisement
2/6
একটা সময় মনে হচ্ছিল সহজেই জিতবে কেকেআর। কিন্তু রান তাড়া করার সময় যে ব্যাটারদের কারণে কেকেআরকে ডুবতে হয়, তাদের মধ্যে অন্যতম আন্দ্রে রাসেল। প্রয়োজনের সময় ফুলটস বলে আউট হয়ে মাঠ ছাড়েন তিনি।
advertisement
3/6
আইপিএলে ইতিহাসে অন্যতম ম্যাচ ফিনিশার আন্দ্রে রাসেল। কেকেআরকে সার্ভিস দিচ্ছেন ১২ বছরের বেশি সময় ধরে। নাইটদের অসংখ্য যুদ্ধ জয়ের কারিগর তিনি। নাইটদের প্রথম দুবার আইপিএল জয়েও বড় ভূমিকা নিয়েছিলেন রাসেল।
advertisement
4/6
কিন্তু বর্তমানে নিজের সেরা সময় পেরিয়ে এসেছেন আন্দ্রে রাসেল। আইপিএল ২০২৫ মেগা নিলামের আগে তাঁকে রিটেন করা হবে কিনা তা নিয়েও ছিল জল্পনা। তবে শেষ পর্যন্ত ক্যারিবিয়ান অলরাউন্ডারের উপর আস্থা রাখে নাইট ম্যানেজমেন্ট।
advertisement
5/6
কিন্তু এবার আইপিএলে এখনও একেবারেই নিজের সেরা ফর্মে নেই আন্দ্রে রাসেল। একের পর এক ম্যাচে যেভাবে ডাহা ফেল করেছেন রাসেল, তাতে তাঁকে বাদ দেওয়ারও দাবি উঠেছে। রাসেলের বদলে কেকেআর স্কোয়াডে আরেক ক্যারিবিয়ান বিগ হিটার রভম্যান পাওয়েলকে খেলানোর পক্ষে সওয়াল করেছেন অনেকেই।
advertisement
6/6
নিলামে দেড় কোটি টাকা বেস প্রাইজেই রভম্যান পাওয়েলকে ট্রেড করে কেকেআর। এর আগে আইপিএলে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন রভম্যান পাওয়েল। বিগ হিটিংয়ের দক্ষতার পাশাপাশি বোলিংও করে থাকেন পাওয়েল। ফলে রাসেল লাগাতার খারাপ পারফর্ম করলে সেই জায়গায় পাওয়েলকে প্রথম একাদশে দেখলে খুব একটা অবাক হওয়ার কারণ থাকবে না।