KKR News: কেকেআরের বোলিং অ্যাটাকে বড় বদল! প্রথম ম্যাচে বাড়ল চিন্তা! জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR vs RCB Match IPL 2025: আর কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই আইপিএল ২০২৫-এর প্রথম মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ক্রিকেটের নন্দনকাননে মেগা ম্যাচ ঘিরে চড়ছে পারদ।
advertisement
1/6

আর কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই আইপিএল ২০২৫-এর প্রথম মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ক্রিকেটের নন্দনকাননে মেগা ম্যাচ ঘিরে চড়ছে পারদ।
advertisement
2/6
নতুন অধিনায়কের নেতৃত্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ফের একবার নিজেদের প্রমাণ করতে প্রস্তুত। নতুন মরশুমে নতুনভাবে দল গুছিয়েছে নাইটরা। চ্যাম্পিয়ন দলের একাধিক সদস্য থাকলেও নতুন মুখের সংখ্যা নেহাত কম নয়।
advertisement
3/6
কেকেআরের স্কোয়াডের ব্যাটিংশক্তি নিয়ে খুব একটা প্রশ্ন তোলার কিছু নেই। তবে কেকেআরের বোলিং অ্যাটাক নিয়ে এবার সংশয় রয়েছে। বিশেষ করে কেকেআরের পেস অ্যাটাক খুব একটা শক্তিশালী নয় বলেই মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে স্পিন অ্যাটাক নিয়ে কোনও চিন্তা নেই।
advertisement
4/6
প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে কেকেআরের স্পিন অ্যাটাকের দুই সেরা অস্ত্র সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর উপর সবথেকে বেশি দায়িত্ব থাকবে সাফল্য এনে দেওয়ার, সেবিষয়ে কোনও সন্দেহ নেই। পার্ট টাইম স্পিনার হিসেবে রয়েছেন রিঙ্কু সিং।
advertisement
5/6
দলের পেস বোলিং অ্যাটাকে ভারতীয় বোলারদের মধ্যে প্রধান শক্তি হল হর্ষিত রানা। এছাড়া রয়েছেন বৈভব অরোরা। তবে বিদেশী পেসার নিয়ে চিন্তা রয়েছে নাইটদের। আনরিখ নকিয়া থাকলেও একেবারেই ছন্দে নেই তিনি। তার পরিবর্তে রাসেলের সঙ্গে রভম্যান পাওয়েলকে খেলালেও অবাক হওয়ার কিছু থাকবে না।
advertisement
6/6
প্রসঙ্গত, শনিবারের ম্যাচে ইডেন গার্ডেন্সে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে খেলায় আবহাওয়া বড় ভূমিকা নিতে পারে। শেষ পর্যন্ত বোলিং অ্যাটাকে কাদের খেলায় টিম ম্যানেজমেন্ট সেটাই দেখার।