KKR Retention List: 'মস্ত বড় ভুল কেকেআরের', রিটেনশন তালিকার আগে নাইটদের জন্য এল সাবধানবাণী!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR Retention List IPL 2025: যে দলগুলির রিটেনশন তালিকা নিয়ে সবথেকে বেশি জল্পনা রয়েছে তারমধ্যে অন্যতম হল গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।
advertisement
1/6

বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী ৩১ অক্টোবর বিকেল পাঁচটার মধ্যে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজিকে ঘোষণা করতে হবে তাদের রিটেনশন তালিকা। কোন দল কাদের ধরে রাখে তা নিয়ে কৌতুহল রয়েছে ক্রিকেট মহলে।
advertisement
2/6
যে দলগুলির রিটেনশন তালিকা নিয়ে সবথেকে বেশি জল্পনা রয়েছে তারমধ্যে অন্যতম হল গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। কারণ কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারের দল ছাড়া নিয়ে চলছে জোর জল্পনা।
advertisement
3/6
আইপিএলের ইতিহাসে এর আগে এমনটা কোনও দিনও ঘটেনি। গত মরশুমে যে অধিনায়ক দলকে চ্যাম্পিয়ন করল, সেই পরের মরশুমে দল ছাড়ল বা দল রিটেন করল না। যা নিয়ে এল সাবধানবাণী।
advertisement
4/6
ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান মনে করেন, যদি কেকেআর শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেয় তাহলে তা মস্ত বড় ভুল হতে পারে। এই তথ্যটাই হজম করতে পারছেন না বলে জানিয়েছেন প্রাক্তন ভারতীয় পেসার।
advertisement
5/6
ইরফান পাঠান নিজের সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘দলকে আইপিএল শিরোপা জেতানোর পরেও যদি শ্রেয়স আইয়ারকে তাঁর টিম ধরে না রাখে, তাহলে সেটা সত্যি খুব বড় ক্ষতি হবে।’
advertisement
6/6
প্রসঙ্গত, এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স সূত্রে যা খবর, তাতে কেকেআর রিটেন করতে পারে সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী এবং আনক্যাপড ফাস্ট বোলার হর্ষিত রানাকে।