KKR vs DC: সবথেকে বড় সমস্যায় কেকেআর! দিল্লি ম্যাচের আগে হবে সমাধান? জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR vs DC IPL 2025: পরবর্তী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালসের। যারা সদ্য নিজেদের ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরেছে। দিল্লি এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে। ফলে কলকাতার জন্য ম্যাচটি সহজ হবে না।
advertisement
1/6

আইপিএলের ১৮ তম মরশুম অদ্ভূতভাবে এগিয়ে চলেছে। প্রাক্তন চ্যাম্পিয়নদের মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স বাদে সিএসকে, সানরাইজার্স, রাজস্থান, কেকেআর সকলেই লিগ টেবিলে খারাপ পরিস্থিতিতে রয়েছে।
advertisement
2/6
বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স যেন এখনও বুঝে উঠতে পারছে না তাদের সঠিক টিম কম্বিনেশন কী হওয়া উচিত? আর এটাই বারবার তাদের খারাপ পারফরম্যান্সের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
advertisement
3/6
পরবর্তী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালসের। যারা সদ্য নিজেদের ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরেছে। দিল্লি এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে। ফলে কলকাতার জন্য ম্যাচটি সহজ হবে না।
advertisement
4/6
জয়ে ফেরার রাস্তা খোঁজার পাশাপাশি কেকেআরকে তাদের আরও একটি বড় সমস্যার সমাধান করতে হবে। এবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পরিকল্পনা অনুযায়ী কিছুই হয়নি। বোলাররা কয়েকটি ম্যাচে দলকে বাঁচানোর চেষ্টা করলেও, বারবার তাদের ব্যাটিং ব্যর্থতাই কাল হয়ে দাঁড়িয়েছে।
advertisement
5/6
দুর্ভাগ্যবশত, এখন বোলাররাও ছন্দ হারিয়ে ফেলেছেন। সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী থাকা সত্ত্বেও যদি সেই বোলিং লাইনআপ কার্যকর না হয়, তাহলে সেটা যে বড় ধাক্কা, তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
6/6
কলকাতার সবচেয়ে বড় সমস্যা হল সঠিক একাদশ নির্ধারণে ব্যর্থতা। এখন থেকে প্রতিটি ম্যাচই তাদের জন্য ডু অর ডাই লড়াই। আর এই মুহূর্তে তাদের খেলোয়াড়দের নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো জরুরি—কে কোন ভূমিকায় থাকবে, তা স্পষ্ট হওয়া দরকার।