KKR vs LSG: জয়ে ফিরেও দলে বড় বদল কেকেআরের? এলএসজির বিরুদ্ধে কোন ১১ জনকে নামাচ্ছে নাইটরা? রইল আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR vs LSG IPL 2025: এই মরশুমে এখনও পর্যন্ত টানা দুটি ম্যাচ জেতেনি কেকেআর। ফলে নাইটদের ধারাবাহিকতা নিয়ে একটু চিন্তা থাকছে। আর চিন্তা থাকছে দুপুরের ম্য়াচে ইডেনে কেমন একাদশ নামাবে কলকাতা নাইট রাইডার্স।
advertisement
1/7

মুম্বই ম্যাচে লজ্জার হার এখন অতীত। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৮০ রানের বড় ব্যবধানে জয় ও ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআরের।
advertisement
2/7
মঙ্গলবার ঘরের মাঠে বিকেলের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। লিগ টেবিলে দুই দলই ৪ ম্যাচে দুটি করে জিতেছে। ফলে ইডেনে মঙ্গলে যে জয়ের হাসি হাসবে তারা প্রথম চারে উঠে যাবে।
advertisement
3/7
এই মরশুমে এখনও পর্যন্ত টানা দুটি ম্যাচ জেতেনি কেকেআর। ফলে নাইটদের ধারাবাহিকতা নিয়ে একটু চিন্তা থাকছে। আর চিন্তা থাকছে দুপুরের ম্য়াচে ইডেনে কেমন একাদশ নামাবে কলকাতা নাইট রাইডার্স।
advertisement
4/7
দুপুরের ম্যাচ হওয়ায় ডিউ নিয়ে কেনও সমস্যা থাকবে না। ফলে ৩ জন স্পিনার ঘরের মাঠে খেলাতেই পারে কেকেআর। গত ম্যাতে যেমন স্পেনসর জনসনের পরিবর্তে খেলানো হয়েছিল মইন আলিকে। তবে হায়দরাবাদের বিরুদ্ধে মইনের বোলিংয়ের দরকার পড়েনি।
advertisement
5/7
এলএসজির শক্তি তাদের ব্যাটিং। মিচেল মার্শ, নিকোলাস পুরান, এডেন মার্করাম, ঋষভ পন্থ, ডেভিড মিলাররা একাই ম্যাচেই রং বদলে দিতে পারে। স্পেনসর জনসন, মইন আলি না আনরিখ নকিয়াকে খেলানে কেকেআর তা নিয়ে জল্পনা রয়েছে। তবে এগিয়ে মইন।
advertisement
6/7
এছাড়া এলএসজির বিরুদ্ধে কেকেআরের ব্যাটিং লাইন যেভাবে পারফর্ম করেছে তাতে বদলের কোনও দরকার নেই। পেস অ্য়াটাকে ভাল বোলিং করেছেন হর্ষিত রানা, বৈভব অরোরা ও আন্দ্রে রাসেলরা। ছন্দে রয়েছে নারিন-বরুণ জুটিও।
advertisement
7/7
এক ঝলকে দেখে নিন এলএসজির বিরুদ্ধে কেকেআর সম্ভাব্য একাদশ: কুইন্টন ডিকক, সুনীল নারিন, অজিঙ্কে রাহানে, আংক্রিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, মইন আলি / আনরিখ নকিয়া, রমনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা।