KKR News: এখনও কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর! শেষ ৫ ম্যাচে কী হিসেব? রইল আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders How Can Qualify For IPL 2025 Playoffs: পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে কেকেআরের প্লে অফে যাওয়ার আর কি কোনও আশা রয়েছে? আশা থাকলে সেটা কীভাবে সম্ভব?
advertisement
1/6

আইপিএলে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের। যত ম্যাচ এগোচ্ছে ততই কঠিন হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্লে-অফে ওঠার রাস্তা। শেষ ৩ ম্যাচে জয়ের স্বাদ পায়নি কেকেআর।
advertisement
2/6
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে কেকেআরের প্লে অফে যাওয়ার আর কি কোনও আশা রয়েছে? আশা থাকলে সেটা কীভাবে সম্ভব?
advertisement
3/6
বর্তমানে লিগ টেবিলে কেকেআর ৯ ম্যাচে ৩ জয়, ৫ হার ও একটি অমীমাংসীত ম্যাচের সৌজন্য ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে। গ্রুপ পর্বে অজিঙ্কে রাহানের দলের বাকি রয়েছে আরও ৫টি ম্যাচ।
advertisement
4/6
সাধারণ অঙ্কের বিচারে ১৬ পয়েন্ট পেলে সেই দলের প্লেঅফের টিকিট পাকা হয়ে যায়। সেই অঙ্ক ধরলে কেকেআর শেষ পাঁচটি ম্যাচ জিতলে ১৭ পয়েন্টে পৌছতে পারবে। ফলে প্লে অফে পৌছে যাবে নাইটরা।
advertisement
5/6
আর শেষ পাঁচটি ম্যাচের ক্ষেত্রে একটি ম্যাচ হারলে ও ৪টি জিতলে কেকেআরের পয়েন্ট হবে ১৫। সেক্ষেত্রে অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে কলকাতাকে। সেক্ষেত্রে পঞ্জাবের বিরুদ্ধে পাওয়া এক পয়েন্ট কাজে লাগতে পারে নাইটদের।
advertisement
6/6
তবে কেকেআরের বাকি পাঁচটি ম্যাচের ৩টি রয়েছে লিগ টেবিলে একেবারে নীচে থাকা সিএসকে, রাজস্থান ও হায়দরাবাদ। যাদের হারানো খুব একটা সমস্যা হওয়ার নয় কেকেআরের। বাকি দুটি ম্যাচ রয়েছে আরসিবি ও দিল্লির বিরুদ্ধে। যা চ্যালেঞ্জিং হতে পারে।