KKR News: কেকেআর পেল নতুন ম্যাচ উইনার! প্লেঅফে ওঠার লড়াই সহজ হল নাইটদের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
দিল্লির উইকেটে বাঁ হাতি স্পিনারদের জন্য সাহায্য ছিল বলে খেলেছিলেন অনুকুল রয়। রবিবার ঘরের মাঠে ইডেনে তাকে কেকেআর খেলায় কিনা সেটাই দেখার। তবে ভাল পারফর্ম করার পর অনুকুল রায়ের খেলার সম্ভাবনা বেশি।
advertisement
1/5

৩ ম্যাচ জয় অধরা থাকার পর অবশেষে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়ে ফিরেছে কেকেআর। একইসঙ্গে প্লেঅফে ওঠার আশা টিকে রয়েছে নাইটদের। যদিও সরাসরি প্লে অফে পৌছতে হলে সব ম্যাচ জিততে হলে কলকাতার।
advertisement
2/5
তবে দিল্লি ম্যাচে নতুন অস্ত্র খুঁজে পেয়েছে কেকেআর। বলা চলে নতুন ম্যাচ উইনার পেয়েছে নাইটরা। তিনি দলে আসায় এমন একটি কম্বিনেশন তৈরি হয়েছে যা সামলাতে প্রতিপক্ষের ব্যাটাররা হিমসিম খেতে পারে।
advertisement
3/5
কেকেআর দুজন স্পিনার ছিলই প্রথম একাদশে। সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী ফর্মে থাকলেই প্রতিপক্ষের কপালে শনি। তারউপর দিল্লি ম্যাচ থেকে অনুকুল রায় প্রথম একাদশে আসায় কেকেআরের স্পিন অ্যাটাকে সুযোগ পেয়েছে।
advertisement
4/5
দিল্লির বিরুদ্ধে সুযোগ পেয়েই দুরন্ত বোলিং করেন তরুণ বাঁ হাতি স্পিনার। ২ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ১টি উইকেট নেন তিনি। কেকেআরের বোলিং অ্যাটাকের ব্যালান্স আগের থেকে অনেকটা ভাল হয়েছে।
advertisement
5/5
দিল্লির উইকেটে বাঁ হাতি স্পিনারদের জন্য সাহায্য ছিল বলে খেলেছিলেন অনুকুল রয়। রবিবার ঘরের মাঠে ইডেনে তাকে কেকেআর খেলায় কিনা সেটাই দেখার। তবে ভাল পারফর্ম করার পর অনুকুল রায়ের খেলার সম্ভাবনা বেশি।