TRENDING:

কলকাতার প্রাক্তন তারকাই 'কচুকাটা' করল বাংলাদেশকে! দেশের হয়ে জিতে নিল প্রেস্টিজ ফাইট!

Last Updated:
KKR Kolkata Knight Riders Former Player Scored Devastating Century: রবিবার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের একদিন যেতে না যেতেই তার যোগ্য জবাব পেল বাংলাদেশের সিনিয়র দলরা। তবে ভারতের সিনিয়র দলের দরকার পড়ল না। কেকেআরের প্রাক্তন ব্যাটার হারিয়ে দিল বাংলাদেশকে।
advertisement
1/7
কলকাতার প্রাক্তন তারকাই 'কচুকাটা' করল বাংলাদেশকে!দেশের হয়ে জিতলেন প্রেস্টিজ ফাইট
রবিবার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। তারপরই বর্তমানে ভারত বিদ্বেষী বাংলাদেশি ফ্যানেরা সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শুরু করে। ভারতের সিনিয়র দলকেও হারানোর হুঙ্কার ছাড়া হয়।
advertisement
2/7
তবে একদিন যেতে না যেতেই তার যোগ্য জবাব পেল বাংলাদেশের সিনিয়র দলরা। তবে ভারতের সিনিয়র দলের দরকার পড়ল না। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ব্যাটার 'কচুকাটা' করল বাংলাদেশি বোলারদের।
advertisement
3/7
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র করার পর ওডিআই সিরিজ ছিল ক্যারিবিয়ানদের কাছে প্রেস্টিজ ফাইট। আর শুরুতেই হারের স্বাদ পেল বাংলা টাউাগার্সরা। সৌজন্য কেকেআরে প্রাক্তন তারকা শেরফান রাদারফোর্ডের মারকাটারি ইনিংস।
advertisement
4/7
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের ৭৪, তানজিদ হাসানের ৬০, মাহমুদুল্লাহের ৫০ ও জাকের আলির ৪৮ রানের ইনিংসে সৌজন্যে ২৯৪ রানের ফাইটিং টোটাল করে বাংলাদেশ।
advertisement
5/7
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল না হলেও পরের দিকে শেরফেন রাদার ফোর্ডের শতরান ও সাই হোপের ৮৬ রানের ইনিংসের সৌজন্যে ১৪ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় ক্যারিবিয়ানরা।
advertisement
6/7
৮০ বলে ১১৩ রানের বিধ্বংসী ম্যাচ উইনিং ইনিংস খেলেন রাদারফোর্ড। ৮টি ছয় ও ৭টি চার মারেন ইনিংসে। গতবার পর্যন্ত কেকেআরের সদস্য ছিলেন রাদারফোর্ট। তাঁর হাতেই হারের স্বাদ পেল বাংলাদেশ।
advertisement
7/7
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জেতার পর উচ্ছ্বাসে মেতেছিল বাংলাদেশি ফ্যানেরা। সেই সেলিব্রেশন স্থায়ী হল না বেশি সময়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৯৪ করেও হারের পর হতাশ বাংলাদেশি ফ্যানেরা।
বাংলা খবর/ছবি/খেলা/
কলকাতার প্রাক্তন তারকাই 'কচুকাটা' করল বাংলাদেশকে! দেশের হয়ে জিতে নিল প্রেস্টিজ ফাইট!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল