KKR News: হাত কামড়াচ্ছে কেকেআর! এ কী ভুল হয়ে গেল! ফল ভুগতে হবে নাইটদের?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: নিলামের টেবিল থেকে পছন্দ মতন অধিনায়ককে তুলে নিতে হোমওয়ার্ক শুরু করে দিয়েছে কেকেআর। তার আগে নিজেদের সিদ্ধান্ত নিয়ে হাত না কামড়াতে হয় কেকেআরকে।
advertisement
1/6

আইপিএলের নিলামের আগে বড় সিদ্ধান্ত নিয়েছে কেকেআর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও ছেড়ে দিয়েছে তাদের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। আইপিএলের ইতিহাসে প্রথমবার ঘটেছে এমন ঘটনা।
advertisement
2/6
তবে কেকেআর নাকি শ্রেয়স আইয়ারকে শেষ পর্যন্ত রাখার চেষ্টা করেছিল। কিন্তু শ্রেয়স আইয়ার যে বিশাল টাকা দাবি করেছে তা দিতে রাজি হয়নি নাইটরা। সেই কারণেই দুই তরফে বনাবনি না হওয়ায় শেষমেশ শ্রেয়সকে রিলিজ করেছে নাইটরা। শ্রেয়সের কাছে একাধিক দলের লোভনীয় অফার রয়েছে বলেও খবর।
advertisement
3/6
কেকেআর ছাড়তেই ঘরোয়া ক্রিকেটে নিজের চেনা ছন্দে পাওয়া গেল শ্রেয়স আইয়ারকে। ওড়িশার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে ডাবল সেঞ্চুরি করলেন ভারতের তারকা ব্যাটার। ২০১৫ সালের পর রঞ্জিতে দ্বিশতরান করলেন শ্রেয়স।
advertisement
4/6
এর আগে রঞ্জি ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মহারাষ্ট্রের বিরুদ্ধে শতরান করেছিলেন। তারপর একটি ম্যাচ বিশ্রাম নিয়ে দলে ফেরেন ওড়িশার বিরুদ্ধে। আর আইপিএল নিলামের আবহে রঞ্জিতে ডাবল সেঞ্চুরি করে নির্বাচকদের কাছে বার্তা দিলেন জাতীয় দলে ফিরতে তিনি।
advertisement
5/6
ওডিআই স্টাইলে ব্যাট করে ২২৮ বলে ২৩৩ রান করেন মুম্বইয়ের এই ক্রিকেটার। স্ট্রাইক রেট ১০০-র বেশি। ২৪টি চার ও ৯টি ছয়ে সাজানো শ্রেয়স আইয়ারের ইনিংস। এই ইনিংস আইপিএল নিলামেও তাঁকে বড় দর পেতে সহায়তা করবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
advertisement
6/6
শ্রেয়স আইয়ার না থাকায় কলকাতা নাইট রাউডার্সকে নতুন করে অধিনায়কের খোঁজ শুরু করে দিয়েছে। নিলামের টেবিল থেকে পছন্দ মতন অধিনায়ককে তুলে নিতে হোমওয়ার্ক শুরু করে দিয়েছে কেকেআর। তবে যে ফর্মে ব্যাট করছে শ্রেয়স তাতে শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে হাত কামড়াতে না হয় নাইট ম্যানেজমেন্টকে।