KKR News: ৮ তারিখের ম্যাচে কেকেআর ফ্যানেদের জন্য সুখবর! না জানলে বড় মিস করবেন
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
Kolkata Knight Riders Fans Gets Good News: শেষ পর্যন্ত ইডেনেই হবে কেকেআর বনাম এলএসজি ম্যাচ। ৬ তারিখের বদলে ৮ এপ্রিল পন্থদের বিরুদ্ধে নামবে নাইটরা। তার আগে কেকেআর ফ্যানেদের জন্য সুখবর।
advertisement
1/5

আগামী ৬ তারিখ ইডেনে হওয়ার কথা ছিল কেকেআর বনাম এলএসজি ম্যাচ। কিন্তু রামনবমী থাকার কিন্তু নিরাপত্তা সংক্রান্ত কারণে ম্যাচের দিন পিছিয়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ইডেনে হবে না ম্যাচটি।
advertisement
2/5
তবে শেষ পর্যন্ত জানা যায় ইডেনেই হবে কেকেআর বনাম এলএসজি ম্যাচ। ৬ তারিখের বদলে ৮ এপ্রিল পন্থদের বিরুদ্ধে নামবে নাইটরা। ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে তিনটে থেকে।
advertisement
3/5
এবার কেকেআর বনাম এলএসজি ম্যাচের আগে কেকেআর ফ্যানেদের জন্য বড় সুখবর। কমে গেলে লখনউয়ের বিরুদ্ধে ম্যাচের টিকিটের দাম। অনেকটাই কমানো হয়েছে টিকিটের দাম।
advertisement
4/5
২২ মার্চ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের ন্যূনতম দাম ছিল ৯০০ টাকা। তারপর ২০০০, ৩৫০০, ৫০০০, ৬০০০, ১০ ও ১৫ হাজার টাকার টিকিট ছিল। ৮ এপ্রিল লখনউ ম্যাচের ন্যূনতম টিকিটের দাম অবশ্য বদলাচ্ছে না। সেটা ৯০০ টাকাই থাকছে।
advertisement
5/5
কিন্তু তারপর টিকিটের দাম কমে হচ্ছে ১২০০, ১৫০০, ১৮০০ টাকা। অর্থাৎ, একধাক্কায় ২০০০ টাকাও কমছে টিকিটের দাম। ক্লাব হাউসের আপার টিয়ার ৬০০০ টাকা ও লোয়ার টিয়ারের দাম ১০০০০ টাকা। এরপর আছে ১২ , ২৫ ও ৩৫ হাজার টাকার টিকিট।