KKR News: আইপিএলের ইতিহাসে এমন রেকর্ড গড়ল কেকেআর, যা নেই কোনও দলের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: আইপিএলের ইতিহাসে প্রথমবার লিগ টপার হয়েছে কেকেআর। শুধু তাই নয়, আইপিএলের ইতিহাসে এমন একটি রেকর্ড গড়ল কলকাতা যা নেই কোনও দলের।
advertisement
1/6

আইপিএল ২০২৪ মরশুম এখনও পর্যন্ত স্বপ্নের মত গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। গ্রুপ পর্বের শেষে লিগ টেবিলিরে টপার হিসেবে প্লেঅফে পৌছেছে নাইটরা।
advertisement
2/6
একইসঙ্গে আইপিএলের ইতিহাসে প্রথমবার লিগ টপার হয়েছে কেকেআর। শুধু তাই নয়, আইপিএলের ইতিহাসে এমন একটি রেকর্ড গড়ল কলকাতা যা নেই কোনও দলের।
advertisement
3/6
এবার আইপিএলের গ্রুপ পর্বে ১৪ ম্যাচে ৯ জয়, ৩ হার, ২ অমীমাংসীত, ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের প্রথম স্থানে কেকেআর। নাইটদের নেট রানরেট +১.৪২৮।
advertisement
4/6
আইপিএলের ইতিহাসে আজ পর্যন্ত লিগ টেবিলের শীর্ষে থাকা কোনও দল এত নেট রানরেটে গ্রুপ পর্বের খেলা শেষ করতে পারেনি। যা এবার করে দেখাল কেকেআর।
advertisement
5/6
এতদিন লিগ আইপিএলের লিগ পর্বের শেষে শীর্ষে থাকা দলের সর্বোচ্চ নেট রানরেট ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। ২০২০ সালে +১.১০৭ রানরেটে শেষ করেছেব মুম্বই ইন্ডিয়ান্স।
advertisement
6/6
সেই রেকর্ড এবার +১.৪২৮ নেট রানরেট রেখে ও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ভেঙে দিয়েছে শ্রেয়স আইয়ার, গৌতম গম্ভীরদের কেকেআর। এবার লক্ষ্য শুধুই চ্যাম্পিয়ন হওয়া।