KKR News: কেকেআরে তাঁকে নেওয়ার জন্য দিয়েছিলেন 'হুঁশিয়ারি'! বড় তথ্য ফাঁস! তারপর কী হল
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: আইপিএল ২০২৫-এর মেগা নিলাম পর্ব শেষ হয়েছে। নতুন করে নিজেদের দল গুছিয়ে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এরইমধ্যে সামনে আসল বড় তথ্য।
advertisement
1/6

আইপিএল ২০২৫-এর মেগা নিলাম পর্ব শেষ হয়েছে। নতুন করে নিজেদের দল গুছিয়ে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। নিলামে এবার ভেঙ্কটেশ আইয়ারকে অকল্পনীয় দামে কিনে চমক দিয়েছে কেকেআর।
advertisement
2/6
২০২১ সাল থেকে কেকেআরে খেলছেন ভেঙ্কটেশ আইয়ার। তাঁকে এবার রিটেন না করায় চোখের জল ফেলেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। তবে তার জন্য নিলামে অলআউট ঝাঁপাবে নাইটরা তা স্বপ্নেও ভাবেননি। ২৩.৭৫ কোটি টাকা দিয়ে নিলামে তাকে কেনে কেকেআর।
advertisement
3/6
তবে নিলামে কেনার ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে অজনা তথ্য সামনে এনেছেন কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর। ২৩.৭৫ কোটি টাকা খরচ করে কেন তাঁকে নেওয়া হয়েছে, সেটা ব্যাখ্যা করেছেন কেকেআরের সিইও।
advertisement
4/6
তবে ভেঙ্কি মাইসোর জানান ভেঙ্কটেশ আইয়ার তাঁকে নিলামে কিনে কেকেআরেই রাখার জন্য 'আল্টিমেটাম' দিয়েছিলেন। কেকেআর সিইও বলেন,"ভেঙ্কটেশ আইয়ার মাঠেই প্রমাণ করেছে ওর ক্ষমতা। ২০২১ সালে আমরা ফাইনালে ওঠায় ওর ভূমিকা অত্য়ন্ত গুরুত্বপূর্ণ ছিল। ও দুর্দান্ত খেলোয়াড়। ও আমাদের আল্টিমেটাম দিয়েছিল যে যদি আমায় না নেওয়া হয়, তাহলে আমার খুব কষ্ট হবে। তাই আমরা চাইনি যে ওর মন খারাপ হোক। ওকে নিয়ে আমরাও খুব খুশি।"
advertisement
5/6
এছাড়াও ভেঙ্কি মাইসোর বলেন, 'ভেঙ্কটেশকে এত দামে নেওয়া হয়েছে দলের ভারসাম্য বজায় রেখেই। কুইন্টন ডি'কক এবং এনরিখ নকিয়াকে যে দামে নেওয়া হয়েছে, তাতে বলা যায় যে ভারসাম্য বজায় থেকেছে। সার্বিকভাবে বলতে গেলে পুরোটা ঠিকভাবেই এগিয়েছে।'
advertisement
6/6
এক ঝলকে দেখে নিন কেকেআরের পুরো স্কোয়াড: ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, এনরিখ নকিয়া, হর্ষিত রানা, রমনদীপ সিং, কুইন্টন ডিকক , আংকৃশ রঘুবংশী, স্পেনসর জনসন, রহমানউল্লাহ গুরবাজ়, মইন আলি, বৈভব অরোরা, অজিঙ্কে রাহানে, রভমন পাওয়েল, উমরান মালিক, মনিশ পাণ্ডে, অনুকূল রায়, মায়াঙ্ক মারকান্ডে, লভনীত সিসোদিয়া।