KKR News: কেকেআরের প্রথম ম্যাচেই বিশ্বরেকর্ড গড়বেন রাহানে! যা আইপিএল ইতিহাসে কারও নেই
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025 Kolkata Knight Riders: ২২ মার্চ আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর ঘরের মাঠ ইডেন গার্ডেন্স প্রথম দিনই বড় রেকর্ড রেকর্ড গড়ার সুযোগ রয়েছে অধিনায়ক রাহানের।
advertisement
1/5

গত মরশুমে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে তৃতীয় আইপিএল ট্রফি জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। এবার নতুন অধিনায়ক অজিঙ্কে রাহানের নেতৃত্বে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
advertisement
2/5
দলে প্রায় ২৪ কোটি টাকা দিয়ে কেনা ভেঙ্কটেশ আইয়ারকেই অধিনায়ক করা হবে বলে প্রথমে মনে হয়েছিল। তবে শেষ পর্যন্ত রাহানের অভিজ্ঞতার উপরই ভরসা রাখে কেকেআর ম্যানেজমেন্ট।
advertisement
3/5
২২ মার্চ আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর ঘরের মাঠ ইডেন গার্ডেন্স প্রথম দিনই বড় রেকর্ড রেকর্ড গড়ার সুযোগ রয়েছে অধিনায়ক রাহানের।
advertisement
4/5
আইপিএলের ইতিহাসে প্রথম প্লেয়ার হিসেবে অজিঙ্কে রাহানে ৩টি আলাদা আলাদা আইপিএল দলের হয়ে অধিনায়কত্ব করবেন। এর আগে রাইজিং পুনে সুপার জায়ান্টস, রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব করেছিলেন রাহানে।
advertisement
5/5
তবে ২০১৯ সালের পর থেকে শেষ পাঁচটি মরশুমে কোনও আইপিএল দলের অধিনায়কত্ব করেননি অজিঙ্কে রাহানে। ২০২৫ সালে ফের কেকেআরের নেতার ভূমিকায় জিঙ্কস। কেকেআরের সাফল্য ধরে রাখাই লক্ষ্য রাহানের।