KKR News: আর ওপেন করবেন না নারিন? কেকেআরে এল নতুন বিধ্বংসী ওপেনার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: নিলামের মঞ্চেও একের পর এক চমক দিচ্ছে নাইটরা। ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানার মত তারকাদের কেনার পাশাপাশি ওপেনিং ও উইকেট কিপিরারে সমস্যাও মিটিয়ে নিয়েছে কলকাতা।
advertisement
1/6

আইপিএল ২০২৬ নিলামে সবথেকে বেশি টাকা নিয়ে নেমেছে কেকেআর। নিলামের মঞ্চেও একের পর এক চমক দিচ্ছে নাইটরা। ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানার মত তারকাদের কেনার পাশাপাশি ওপেনিং ও উইকেট কিপিরারে সমস্যাও মিটিয়ে নিয়েছে কলকাতা।
advertisement
2/6
গতবার নিলামের আগে ফিল সল্টকে ছাড়ার খেসারত দিতে হয়েছিল কেকেআরকে। ২০২৪ সালে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় অবদান ছিল সল্ট ও নারিনের ওপেনিং জুটির সাফল্য।
advertisement
3/6
২০২৫ সালে নারিন ও রাহানে, কখনও নারিন-ডিকক ওপেন করলেও তেমন সাফল্য আসেনি। ফলে মরশুমও ভালো যায়নি কলকাতা নাইট রাইডার্সের। এবার নিলামে যে কেকেআর একজন ভাল ওপেনার খোঁজ করবে তা জানাই ছিল।
advertisement
4/6
নিলামে নিউজিল্যান্ডের মারকাটারি টি-২০ ব্যাটার ফিন অ্যালেনকে ২ কোটি টাকার বেস প্রাইজে দলে নেয় কেকেআর। আন্তর্জাতিক মঞ্চে ফিন অ্যালেন পরিচিত নাম হলেও তিনি আইপিএলে সে ভাবে সাড়া জাগাতে পারেননি।
advertisement
5/6
মেজর লিগ ক্রিকেটে সবচেয়ে বেশি রান সংগ্রাহক তিনি। ২০২৩, ২০২৪ ও ২০২৫ মরশুমে তিনি মেজর লিগ ক্রিকেট খেলেছেন। সেখানে তাঁর প্রতি মরশুমে রান যথাক্রমে ৩৩৩, ৩০৬ ও ৭৫। প্রথম মরশুমে ২২৫ স্ট্রাইক রেটের বেশি ছিল তাঁর।
advertisement
6/6
ফলে কেকেআরের ওপেনে সমস্যার মেটার পাশাপাশি কিপিংয়ের সমস্যাও মিটে গিয়েছে। নারিনের ব্যাটিং শক্তি আগের থেকে অনেকটা কমেছে। ফলে এবার ফিন অ্যালেনের সঙ্গে অজিঙ্কে রাহানে কেকেআরের ইনিংস শুরু করতে পারে।