TRENDING:

KKR News: নিলামের শেষবেলায় নতুন অধিনায়ক পেয়ে গেল কেকেআর! স্বপ্ন শেষ রিঙ্কু-ভেঙ্কটেশের? বড় ধামাকা নাইটদের!

Last Updated:
Kolkata Knight Riders Bought Their New Captain In Last Lap Of IPL 2025 Mega Auction: শেষ হয়ে গিয়েছে আইপিএল ২০২৫-এর মেগা নিলাম। দল গুছিয়ে নিয়েছে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।
advertisement
1/7
নিলামের শেষবেলায় নতুন অধিনায়ক পেয়ে গেল কেকেআর! স্বপ্ন শেষ রিঙ্কু-ভেঙ্কটেশের?
শেষ হয়ে গিয়েছে আইপিএল ২০২৫-এর মেগা নিলাম। দল গুছিয়ে নিয়েছে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কে হবে কেকেআরের নতুন অধিনায়ক সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।
advertisement
2/7
শ্রেয়স আইয়ারকে কেকেআর ছেড়ে দেওয়ার পর থেকেই এই জল্পনা চলছিল। নিলামে শ্রেয়স, কেএল রাহুল, ঋষভ পন্থদের নাইট ম্যানেজমেন্ট না নেওয়ায় সেই প্রশ্ন আরও বড় হয়ে দেখা দেয়।
advertisement
3/7
ভেঙ্কটেশ আইয়ারকে ২৩.৭৫ কোটি দিয়ে কেনে কেকেআর। তারপর অনেকেই মনে করছে অধিনায়ক করার জন্যই ভেঙ্কিকে এত দাম দিয়ে ফিরিয়েছে কেকেআর। ভেঙ্কটেশ আইয়ারও জানিয়েছেন তিনি তৈরি দায়িত্ব নিতে।
advertisement
4/7
কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের অধিনায়ক হওয়ার স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। আইপিএলের দ্বিতীয় দিনের নিলামের শেষ বেলায় এমন এক তারকা ক্রিকেটারকে কিনেছে নাইটরা, তিনিও অধিনায়ক হওয়ার দাবিদার হতে পারে।
advertisement
5/7
সোমবার দ্বিতীয় দিনের নিলামে একেবারে শেষ বেলায় অজিঙ্কা রাহানেকে কেকেআর দলে নেওয়ার পরেই ছবিটা বদলে যায়। শ্রেয়সের বদলে প্রথম একাদশে একজন অভিজ্ঞ ভারতীয় ব্যাটার প্রয়োজন কেকেআরের।
advertisement
6/7
একইসঙ্গে রাহানের রাজ্যদল, আইপিএল ও ভারতীয় দলের হয়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও রয়েছে। উল্টোদিকে রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ারের এখনও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা একেবারে নেই। ফলে অভিজ্ঞতার নিরিখে অনেকটা এগিয়ে রাহানে।
advertisement
7/7
চলতি রঞ্জি ট্রফিতেও রাহানে মুম্বইকে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। সুতরাং, নতুন মরশুমের জন্য ক্যাপ্টেন বাছতে বসে অজিঙ্কার নাম একেবারে ফেলে দিতে পারবে না কেকেআৎ ম্যানেজমেন্ট।
বাংলা খবর/ছবি/খেলা/
KKR News: নিলামের শেষবেলায় নতুন অধিনায়ক পেয়ে গেল কেকেআর! স্বপ্ন শেষ রিঙ্কু-ভেঙ্কটেশের? বড় ধামাকা নাইটদের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল