KKR News: কেকেআর কিনল ভয়ঙ্কর গতির পেসারকে, বল নয় আগুন ছোড়েন! কাঁপবে প্রতিপক্ষের ব্যাটার!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders Bought Devastating Overseas Fast Bowler In IPL 2025 Mega Auction: এবার আইপিএল মেগা নিলামের দ্বিতীয় দিনে এমন এক পেসারকে দলে নিল কেকেআর, যিনি ভয়ঙ্কর গতিতে বোলিং করে থাকেন। কেকেআর পেসারের দাপটে কাঁপটে প্রতিপক্ষের ব্যাটার।
advertisement
1/5

গতবার রেকর্ড দাম দিয়ে অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ককে কিনেছিল কেকেআর। তবে এবার তাকে রিটেন করেনি নাইটরা। নিলামেও স্টার্ককে নিতে পারেনি কলকাতা।
advertisement
2/5
তবে এবার আইপিএল মেগা নিলামের দ্বিতীয় দিনে এমন এক পেসারকে দলে নিল কেকেআর, যিনি ভয়ঙ্কর গতিতে বোলিং করে থাকেন। কেকেআর পেসারের দাপটে কাঁপটে প্রতিপক্ষের ব্যাটার।
advertisement
3/5
গতবার আইপিএলেরনিলামেও তাঁকে নেওয়ার ট্রাই করেছিল কেকেআর। মাত্র ৫০ লক্ষ টাকার বেস প্রাইস ছিল। যদিও স্টার্ককে নিতে অনেক খরচ হয়ে যাওয়ায় তাঁকে নেওয়া হয়নি।
advertisement
4/5
তবে এবার আর সুযোগ হাতছাড়া করেনি কলকাতা নাইট রাইডার্স। কথা হচ্ছে অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার স্পেনসর জনসনের। ১৫০ কিমি বা তার বেশি গতিতেও বল করতে সক্ষম তিনি।
advertisement
5/5
২ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে অস্ট্রেলিয়ার পেসার স্পেন্সর জনসরকে নিল কলকাতা। বাঁহাতি পেসার খেলবেন কেকেআরের হয়ে। মিচেল স্টার্ক না থাকায় এবার কেকেআরে বাঁ হাতে আগুন ঝরানো বোলিং করতে দেখা যেতে পারে স্পেনসর জনসনকে।