KKR News: এবার আইপিএল নিলামে অংশ নিচ্ছেন হিরো গোবিন্দার জামাই! দাম জানলে চমকে যাবেন!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: এরই মধ্যে একটি খবর সকলকে অবাক করেছে। আইপিএলের নিলামে এবার রয়েছে বলিউডের হিরো গোবিন্দার জামাই।
advertisement
1/7

আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় বসতে চলেছে আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আসর। মোট ১৫৭৪ জন ক্রিকেটার আইপিএলের মহা নিলামে নিজেদের নাম নথিভুক্ত করেছেন দল পাওয়ার জন্য।
advertisement
2/7
এরই মধ্যে একটি খবর সকলকে অবাক করেছে। আইপিএলের নিলামে এবার রয়েছে বলিউডের হিরো গোবিন্দার জামাই। নিজেদর দাম নির্ধারণ করেছেন দেড় কোটি। এমনকী তাকে দলে নিতে দর হাকাতে পারে কেকেআর সহ একাধিক দল।
advertisement
3/7
এবার অনেকের মনেই প্রশ্ন জাগতে গোবিন্দার জামাই আইপিএল নিলামে? নাম কি তার? নাম জানলে অনেকেই হবেন। বলিউড তারকার জামাই হলেন তারকা ক্রিকেটার নীতিশ রান। যাকে এবার কেকেআর রিটেন করেনি।
advertisement
4/7
এবার আপনারা ভাবছেন নীতিশ রানাকে তো সকলেই চেনে। তিনি কী করে গোবিন্দার জামাই হলেন? সম্প্রতি জনপ্রিয় কমেডি শো 'দ্যা কপিল শর্মা শো'-তে এই কথা জানা গিয়েছিল। যা জেনে সকলেই অবাক হয়ছিল।
advertisement
5/7
আসলে গোবিন্দার ভাগ্নে ক্রুষ্ণা অভিষেক কপিল শর্মা শো-তে বলেছিলেন যে, নীতিশ রানার স্ত্রী সাঁচি মারওয়াহ তার খুরতুতো বোন। তিনি নীতিশ রানার শ্যালক হন। সুতরাং গোবিন্দার ভাইঝি সাঁচি মারওয়াহের স্বামী হওয়ায় নীতিশ রানা তার সম্পর্কে জামাই হন। তবে দূর সম্পর্কের।
advertisement
6/7
তিনি দীর্ঘদিন ধরে কলকাতা নাইট রাইডার্সের অংশ ছিলেন। কেকেআর তাকে ২০১৮ সালে কিনেছিল এবং তিনি গত মরসুম পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির অংশ ছিলেন। কলকাতা নিলামের আগে নীতীশকে ছেড়ে দিলেও, মেগা নিলামে তার জন্য বিড করে তাকে কিনতে পারে।
advertisement
7/7
আইপিএলে মোট ১০৭টি ম্যাচ খেলে ১৩৫.০৪ স্ট্রাইক রেটে ২৬৩৬ রান করেছেন নীতিশ রানা। যার মধ্যে ১৮টি অর্ধশতরান রয়েছে। এছাড়া ২৫.২০ গড়ে ১০টি উইকেটও নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করলেও সেভাবে সুযোগ পাননি। ভারতের হয়ে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।