KKR News: চেন্নাইকে হারিয়ে বড় প্রাপ্তি হল কেকেআরের! সামনে এবার বড় চ্যালেঞ্জ রাহানেদের জন্য
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: সিএসকের ঘরে ঢুকে একতরফাভাবে ম্যাচ জিতে আইপিএলে ঘুড়ে দাঁড়িয়েছে কেকেআর। বড় ব্যবধাবে জিতে বড় প্রাপ্তি হল নাইট শিবিরের।
advertisement
1/5

সিএসকের ঘরে ঢুকে একতরফাভাবে ম্যাচ জিতে আইপিএলে ঘুড়ে দাঁড়িয়েছে কেকেআর। প্রথমে চেন্নাইকে ১০৩ রানের মধ্যে আটকে রাখা ও ১০ ওভারে খেলা শেষ করে শুধু ২ পয়েন্ট পাওয়াই নয়, নেট রানরেটও অনেকটা বাড়িয়ে নিয়েছে নাইটরা। (Photo Courtesy- AP)
advertisement
2/5
এই জয়ের ফলে লিগ টেবিলে বড় লাফ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ছয় নম্বর থেকে সরাসরি ৩ নম্বরে উঠে এসেছে অজিঙ্কে রাহানের দল। ৬ ম্যাচে ৩ জয়, ৩ হার, ৬ পয়েন্ট নাইটদের। কেকেআরের নেট রানরেটে আরসিবি, পঞ্জাব ও লখনউকে পিছনে ফেলে দিয়েছে। (Photo Courtesy- AP)
advertisement
3/5
বর্তমানে লিগ টেবিলে ৫ ম্যাচে ৪ জয়, ৮ পয়েন্ট, +১.৪১৩ নেট রানরেট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েথে গুজরাত টাইটান্স। ৪ ম্যাচে ৪ জয়, ৮ পয়েন্ট, +১.২৭৮ নেট রানরেট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে দিল্লি। (Photo Courtesy- AP)
advertisement
4/5
৫ ম্যাচে ৩ জয়, ৬ পয়েন্ট, +০.৫৩৯ নেটরানরেট নিয়ে চতুর্থ স্থানে আরসিবি। ৪ ম্যাচে ৩ জয়, ৬ পয়েন্ট, +০.২৮৯ নেটরানরেট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পঞ্জাব কিংস। ৫ ম্যাচে ৩ জয়, ৬ পয়েন্ট +০.০৭৮ নেটরানরেট নিয়ে ষষ্ঠস্থানে এলএসজি। ৫ ম্যাচে ২টি জয়, ৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রাজস্থান। (Photo Courtesy- AP)
advertisement
5/5
শেষ তিনটি স্থানে রয়েছে মুম্বই, সিএসকে ও সানরাইজার্স। ৫ ম্যাচে ১জয় নিয়ে সপ্তন স্থানে মুম্বই, ৬ ম্যাচে ১টি জয় নিয়ে নবম স্থানে সিএসকে, ৫ ম্যাচে ১টি জয় নিয়ে দশম স্থানে হায়দরাবাদ। এই ৩ দলের প্লেঅফে যাওয়ার আশা খুবই কম। (Photo Courtesy- AP)