TRENDING:

KKR News: চেন্নাইকে হারিয়ে বড় প্রাপ্তি হল কেকেআরের! সামনে এবার বড় চ্যালেঞ্জ রাহানেদের জন্য

Last Updated:
Kolkata Knight Riders: সিএসকের ঘরে ঢুকে একতরফাভাবে ম্যাচ জিতে আইপিএলে ঘুড়ে দাঁড়িয়েছে কেকেআর। বড় ব্যবধাবে জিতে বড় প্রাপ্তি হল নাইট শিবিরের।
advertisement
1/5
চেন্নাইকে হারিয়ে বড় প্রাপ্তি হল কেকেআরের! সামনে এবার বড় চ্যালেঞ্জ রাহানেদের জন্য
সিএসকের ঘরে ঢুকে একতরফাভাবে ম্যাচ জিতে আইপিএলে ঘুড়ে দাঁড়িয়েছে কেকেআর। প্রথমে চেন্নাইকে ১০৩ রানের মধ্যে আটকে রাখা ও ১০ ওভারে খেলা শেষ করে শুধু ২ পয়েন্ট পাওয়াই নয়, নেট রানরেটও অনেকটা বাড়িয়ে নিয়েছে নাইটরা। (Photo Courtesy- AP)
advertisement
2/5
এই জয়ের ফলে লিগ টেবিলে বড় লাফ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ছয় নম্বর থেকে সরাসরি ৩ নম্বরে উঠে এসেছে অজিঙ্কে রাহানের দল। ৬ ম্যাচে ৩ জয়, ৩ হার, ৬ পয়েন্ট নাইটদের। কেকেআরের নেট রানরেটে আরসিবি, পঞ্জাব ও লখনউকে পিছনে ফেলে দিয়েছে। (Photo Courtesy- AP)
advertisement
3/5
বর্তমানে লিগ টেবিলে ৫ ম্যাচে ৪ জয়, ৮ পয়েন্ট, +১.৪১৩ নেট রানরেট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েথে গুজরাত টাইটান্স। ৪ ম্যাচে ৪ জয়, ৮ পয়েন্ট, +১.২৭৮ নেট রানরেট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে দিল্লি। (Photo Courtesy- AP)
advertisement
4/5
৫ ম্যাচে ৩ জয়, ৬ পয়েন্ট, +০.৫৩৯ নেটরানরেট নিয়ে চতুর্থ স্থানে আরসিবি। ৪ ম্যাচে ৩ জয়, ৬ পয়েন্ট, +০.২৮৯ নেটরানরেট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পঞ্জাব কিংস। ৫ ম্যাচে ৩ জয়, ৬ পয়েন্ট +০.০৭৮ নেটরানরেট নিয়ে ষষ্ঠস্থানে এলএসজি। ৫ ম্যাচে ২টি জয়, ৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রাজস্থান। (Photo Courtesy- AP)
advertisement
5/5
শেষ তিনটি স্থানে রয়েছে মুম্বই, সিএসকে ও সানরাইজার্স। ৫ ম্যাচে ১জয় নিয়ে সপ্তন স্থানে মুম্বই, ৬ ম্যাচে ১টি জয় নিয়ে নবম স্থানে সিএসকে, ৫ ম্যাচে ১টি জয় নিয়ে দশম স্থানে হায়দরাবাদ। এই ৩ দলের প্লেঅফে যাওয়ার আশা খুবই কম। (Photo Courtesy- AP)
বাংলা খবর/ছবি/খেলা/
KKR News: চেন্নাইকে হারিয়ে বড় প্রাপ্তি হল কেকেআরের! সামনে এবার বড় চ্যালেঞ্জ রাহানেদের জন্য
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল