TRENDING:

KKR News: কেকেআরের এই 'পঞ্চবাণেই' ঘরের মাঠে ধরাশায়ী দিল্লি! আগামীতেও প্রতিপক্ষের কপালে নাচছে শনি!

Last Updated:
Kolkata Knight Riders: দিল্লির বিরুদ্ধে ১৪ রানে ম্যাচ জিতে টিকে থাকল কলকাতার প্লেঅফে ওঠার সম্ভাবনা। কোন পাঁচ কারণে অ্যাওয়ে ম্যাচে দিল্লিতে মাত দিতে পারল কেকেআর? চলুন জেনে নেওয়া যাক।
advertisement
1/6
কেকেআরের এই 'পঞ্চবাণেই' ঘরের মাঠে ধরাশায়ী দিল্লি! আগামীতেও প্রতিপক্ষের কপালে নাচছে শনি!
দিল্লির বিরুদ্ধে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে আইপিএলে জয়ে ফিরল কেকেআর। প্রথমে ব্যাট করে ২০৪ রান করে নাইটরা। ১৪ রানে ম্যাচ জিতে টিকে থাকল কলকাতার প্লেঅফে ওঠার সম্ভাবনা। কোন পাঁচ কারণে অ্যাওয়ে ম্যাচে দিল্লিতে মাত দিতে পারল কেকেআর? চলুন জেনে নেওয়া যাক। (Photo Courtesy- AP)
advertisement
2/6
দলগত ব্যাটিং: এদিন কেকেআরের কোনও ব্যাটার বড় রান না পেলেও পাঁচ জন ব্যাটার ২৫-এর বেশি রান করেছেন। সেট হয়ে উইকে দিয়ে আসলেও দলগত ইনিংসে ২০০-র গন্ডি টপকে যায় কেকেআর। যা দিল্লির উইকেটে চ্যালেঞ্জিং টার্গেট। সর্বোচ্চ ৪৪ রান করেন আংক্রিশ রঘুবংশী। (Photo Courtesy- AP)
advertisement
3/6
রাহানের নেতৃত্ব: এবার আইপিএলে অজিঙ্কে রারানে ব্যাটিং ভাল করলেও তাঁক অধিনায়কত্ব নিয়ে উঠছিল প্রশ্ন। অনেক বেশি ডিফেন্সিভ ও মুখস্থ বিদ্যায় কাজ চালানোর চেষ্টা করছিলেন তিনি। কিন্তু দিল্লির বিরুদ্ধে তাঁ ফিল্ড প্লেসমেন্ট থেকে বোলিং চেঞ্জ সবকিছুই অন্য দিনের থেকে আলাদা ছিল। রাহানের অধিনায়কত্বের ধরণ বদলে যেতেই বদলে যায় কেকেআরের ভাগ্যও। (Photo Courtesy- AP)
advertisement
4/6
রঘুবংশী ও রিঙ্কু পার্টনারশিপ: ঝোড়ো শুরু করলেও একটা সময় নিয়মিত ব্যাবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল কেকেআর। দরকার ছিল একটা পার্টনারশিপের। যেই কাজ করে কেকেআরের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান রিঙ্কু সিং ও আংক্রিশ রঘুবংশী। ১১৩ রানে ৪ উইকেট থেকে ৬১ রানের পার্টনারশিপ করেন দুজনে। রঘুবংশী ৪৪ ও রিঙ্কু ৩৬ রানের ইনিংস খেলেন। (Photo Courtesy- AP)
advertisement
5/6
কেকেআরের স্পিন ত্রয়ী: এদিন কেকেআরের স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন অনুকুল রয়। বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের সঙ্গে পাল্লা দিয়ে দুরন্ত বোলিং করেন তিনি। কেকেআরের স্পিন ত্রয়ীর সৌজন্যেই জয় আসে কেকেআরের। দরকারের সময় পরপর ফাফ ডুপ্লেসি, ট্রিস্টান স্টাবস ও অক্ষর প্যাটেলের উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সুনীল নারিন। এছাড়া বরুণ চক্রবর্তীও একি ওভারে শিকার করেন আশুতোষ শর্মা ও মিচেল স্টার্কের উইকেট। অনুকুল রয় নেন ইনফর্ম অভিষেক পোড়েলের উইকেট। (Photo Courtesy- AP)
advertisement
6/6
ব্যাটে-বলে দুরন্ত সুনীল নারিন: দিল্লির বিরুদ্ধে কেকেআরের হয়ে অলরাউন্ড পারফরম্যান্স করেন সুনীল নারিন। প্রথমে ব্যাটিংয়ে ১৬ বলে ২৭ রানের ইনিংস খেলেন তিনি। পরে বোলিংয়ে ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার। ম্যাচের সেরাও নির্বাচিত হন তিনি। (Photo Courtesy- AP)
বাংলা খবর/ছবি/খেলা/
KKR News: কেকেআরের এই 'পঞ্চবাণেই' ঘরের মাঠে ধরাশায়ী দিল্লি! আগামীতেও প্রতিপক্ষের কপালে নাচছে শনি!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল