Eoin Morgan Unsold: বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনকে কিনল না কেউ! কেকেআরে ছিলেন বহাল তবিয়তে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Eoin Morgan Unsold: দুজন বিশ্বকাপজয়ী অধিনায়ককে কেউ দলে নিতে আগ্রহ দেখাল না!
advertisement
1/5

গতবার তাঁর নেতৃত্বে কেকেআর আইপিএলে রানার্স হয়েছিল। তবে তাঁর ব্যক্তিগত পারফরম্যান্স বলার মতো ছিল না। তবুও কেকেআর ম্যানেজমেন্ট ভরসা রেখেছিল ইয়ন মরগ্যানের উপর। কিন্তু তাঁর উপর বিশ্বাসের ভিত বেশিদিন টেকেনি।
advertisement
2/5
এবার আইপিএল নিলামে কেকেআর-এর প্রাক্তন অধিনায়ক ইয়ন মরগ্যানের বেস প্রাইজ ছিল দেড় কোটি টাকা। কিন্তু তাঁকে দলে নিতে আগ্রহ দেখাল না কোনও ফ্র্যাঞ্চাইজি।
advertisement
3/5
পুরনো নাইটদের দলে ফেরাতে আগ্রহ দেখিয়েছিল কেকেআর তবে দীনেশ কার্তিক ও ইয়ন মরগ্যানের প্রতি তাঁদের আগ্রহ ছিল না। বিশ্বকাপজয়ী ইয়ন মরগ্যানের আইপিএল কেরিয়ার কি তবে শেষ!
advertisement
4/5
নিলামে মরগ্যানের মতো আরেক অজি অধিনায়কও অবিক্রিত থাকলেন। অ্যারন ফিঞ্চ। দেড় কোটি টাকা বেস প্রাইজ ছিল তাঁর। তবে তাঁকে দলে নিতে কেউ আগ্রহ দেখায়নি। গতবারও আনসোল্ড ছিলেন তিনি।
advertisement
5/5
ইয়ন মরগ্যানকে অনেকেই ওভাররেটেড ক্যাপ্টেন বলতেন। তবে কেকেআরে তিনি ছিলেন বহাল তবিয়তে। শেষ পর্যন্ত কেকেআর নিজেদের ভুল বুঝতে পারে। বলা হচ্ছে, এবার শ্রেয়স আইয়ারের মতো নতুন প্রতিভার তত্ত্বাবধানে খেলবে নাইটরা। মরগ্যান এখন কেকেআরের প্রাক্তন।