TRENDING:

KKR New Captain: না নিলাম থেকে অধিনায়ক তুলবে না কেকেআর, ঘরের ছেলেকেই অধিনায়ক ভেবে ব্লু প্রিন্ট সাজাচ্ছে, নাম চমকে দেবে

Last Updated:
KKR New Captain: এমন ক্রিকেটারকে অধিনায়ক ভাবছে জানলে চমকে যাবেন...থিঙ্ক ট্যাঙ্ক সূত্রে খবর ফাঁস
advertisement
1/9
না নিলাম থেকে অধিনায়ক তুলবে না কেকেআর, ঘরের ছেলেকেই অধিনায়ক ভেবে ব্লু প্রিন্ট
IPL 2025: আইপিএল মেগা অকশন হবে আইপিএল ২০২৫ মরশুমের জন্য৷ নিলামের আসর বসবে ২৪ ও ২৫ নভেম্বর৷ এই মেগা অকশনে সব ফ্রাঞ্চাইজিরাই নিজেদের দল নতুন করে সাজিয়ে নেবে৷ একাধিক ফ্রাঞ্চাইজি নিজেদের গত মরশুমের অধিনায়কদের ছেড়ে দিয়েছে৷ তার মধ্যে রয়েছে গত মরশুমের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর৷
advertisement
2/9
শ্রেয়স আইয়ার দলকে চ্যাম্পিয়ন করলেও নতুন মরশুমে কেকেআর জার্সিতে খেলার জন্য নাকি ৩০ কোটি টাকার কন্ট্র্যাক্ট চেয়েছিলেন তিনি৷ কেকেআর এত বিশাল টাকা দিতে না চাওয়ায় নিজের বাজার দর পরীক্ষা করে নিলাম টেবলে উঠতে চান শ্রেয়স৷
advertisement
3/9
থিঙ্ক ট্যাঙ্ক সূত্রের খবর এসেছে কেকেআর নিলাম টেবল থেকেই অধিনায়ক তুলে নিতে পারেন৷ নিলাম টেবলে ঋষভ পন্থের দিকে নজর থাকতে পারে নাইটদের৷ কিন্তু এখনও কেকেআর সূত্রের খবর অনুসারে আর বাইরে অধিনায়ক নাও খুঁজতে পারে কেকেআর৷ এই দলের মধ্যে থেকেই কেকেআরের অধিনায়ক নাম বাছাইয়ের কাজে যে নামটি ম্যানেজমেন্টের কাছে সামনের সারিতে এগিয়ে আছে সেটি হল রিঙ্কু সিংয়ের নাম৷
advertisement
4/9
রিঙ্কু সিংকেই কেকেআর সামনের মরশুমে নতুন অধিনায়ক হিসেবে ভাবছে৷ যদিও দলের তরফে এখনও এই বিষয়ে মুখে কুলুপ দিয়ে রাখা হয়েছে৷ কিন্তু সংবাদমাধ্যমের সূত্র মারফত খবর রিঙ্কুর নামেই সিলমোহর দিল৷
advertisement
5/9
এর পিছনে একটা গুরুতর কারণ রয়েছে৷ এই মুহূর্তে দলের অন্যতম সিনিয়র সদস্য৷ তিনি ২০১৮ থেকে দলে রয়েছেন৷ তিনি প্রথম দুটি মরশুম সেভাবে দলে খেলার সুযোগ পাননি৷ তবে ৬ বছরের বিশ্বস্ত নাইট এখন দলের অন্যতম ধামাকা ব্যাটসম্যান৷
advertisement
6/9
রিঙ্কু সিংকে এবার  ১১ কোটি টাকা দিয়ে রিটেন করেছে৷ রিঙ্কু সিং একাধিক বড় ম্যাচে দলকে জিতিয়েছেন৷  পরপর পাঁচটি ছক্কা মারার পর রেকর্ড রয়েছে তার৷ এরপরেই তিনি আইপিএল মঞ্চে তিনি পরিচয় বানান৷
advertisement
7/9
কেকেআর আগামি সিজনের জন্য আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, রমনদীপ সিং, হর্ষিত রানাকে রিটেন করেছে৷  আইপিএল মেগা অকশনে কি নতুন অধিনায়ক খুঁজবে?
advertisement
8/9
১২০ কোটি-র পার্সে রয়েছে ৫৭ কোটি টাকাকেকেআরের কাছে মেগা নিলামের জন্য ৬৩ কোটি টাকা রয়েছে৷ আসলে ১২০ কোটি টাকা থেকে ৫৭ কোটি টাকা খরচ করেছে৷ তাতে তারা ৬ জন প্লেয়ার রেখেছে৷ রিঙ্কু সিংকে যদি তারা অধিনায়ক হিসেবে রেখে দেয় তাহলে দলের জন্য আরও গুরুত্বপূর্ণ ক্রিকেটার কিনতে পারবে৷
advertisement
9/9
এই মুহূর্তে কেকেআরে একজন তারকা ফাস্ট বোলার খুঁজছে৷  বেশির ভাগ ক্রিকেটারই এই মুহূর্তে রিলিজ ফলে ট্রেন্ট বোল্ট ও মিচেল স্টার্কের দিকে নজর থাকবে৷
বাংলা খবর/ছবি/খেলা/
KKR New Captain: না নিলাম থেকে অধিনায়ক তুলবে না কেকেআর, ঘরের ছেলেকেই অধিনায়ক ভেবে ব্লু প্রিন্ট সাজাচ্ছে, নাম চমকে দেবে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল