KKR New Captain: না নিলাম থেকে অধিনায়ক তুলবে না কেকেআর, ঘরের ছেলেকেই অধিনায়ক ভেবে ব্লু প্রিন্ট সাজাচ্ছে, নাম চমকে দেবে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
KKR New Captain: এমন ক্রিকেটারকে অধিনায়ক ভাবছে জানলে চমকে যাবেন...থিঙ্ক ট্যাঙ্ক সূত্রে খবর ফাঁস
advertisement
1/9

IPL 2025: আইপিএল মেগা অকশন হবে আইপিএল ২০২৫ মরশুমের জন্য৷ নিলামের আসর বসবে ২৪ ও ২৫ নভেম্বর৷ এই মেগা অকশনে সব ফ্রাঞ্চাইজিরাই নিজেদের দল নতুন করে সাজিয়ে নেবে৷ একাধিক ফ্রাঞ্চাইজি নিজেদের গত মরশুমের অধিনায়কদের ছেড়ে দিয়েছে৷ তার মধ্যে রয়েছে গত মরশুমের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর৷
advertisement
2/9
শ্রেয়স আইয়ার দলকে চ্যাম্পিয়ন করলেও নতুন মরশুমে কেকেআর জার্সিতে খেলার জন্য নাকি ৩০ কোটি টাকার কন্ট্র্যাক্ট চেয়েছিলেন তিনি৷ কেকেআর এত বিশাল টাকা দিতে না চাওয়ায় নিজের বাজার দর পরীক্ষা করে নিলাম টেবলে উঠতে চান শ্রেয়স৷
advertisement
3/9
থিঙ্ক ট্যাঙ্ক সূত্রের খবর এসেছে কেকেআর নিলাম টেবল থেকেই অধিনায়ক তুলে নিতে পারেন৷ নিলাম টেবলে ঋষভ পন্থের দিকে নজর থাকতে পারে নাইটদের৷ কিন্তু এখনও কেকেআর সূত্রের খবর অনুসারে আর বাইরে অধিনায়ক নাও খুঁজতে পারে কেকেআর৷ এই দলের মধ্যে থেকেই কেকেআরের অধিনায়ক নাম বাছাইয়ের কাজে যে নামটি ম্যানেজমেন্টের কাছে সামনের সারিতে এগিয়ে আছে সেটি হল রিঙ্কু সিংয়ের নাম৷
advertisement
4/9
রিঙ্কু সিংকেই কেকেআর সামনের মরশুমে নতুন অধিনায়ক হিসেবে ভাবছে৷ যদিও দলের তরফে এখনও এই বিষয়ে মুখে কুলুপ দিয়ে রাখা হয়েছে৷ কিন্তু সংবাদমাধ্যমের সূত্র মারফত খবর রিঙ্কুর নামেই সিলমোহর দিল৷
advertisement
5/9
এর পিছনে একটা গুরুতর কারণ রয়েছে৷ এই মুহূর্তে দলের অন্যতম সিনিয়র সদস্য৷ তিনি ২০১৮ থেকে দলে রয়েছেন৷ তিনি প্রথম দুটি মরশুম সেভাবে দলে খেলার সুযোগ পাননি৷ তবে ৬ বছরের বিশ্বস্ত নাইট এখন দলের অন্যতম ধামাকা ব্যাটসম্যান৷
advertisement
6/9
রিঙ্কু সিংকে এবার ১১ কোটি টাকা দিয়ে রিটেন করেছে৷ রিঙ্কু সিং একাধিক বড় ম্যাচে দলকে জিতিয়েছেন৷ পরপর পাঁচটি ছক্কা মারার পর রেকর্ড রয়েছে তার৷ এরপরেই তিনি আইপিএল মঞ্চে তিনি পরিচয় বানান৷
advertisement
7/9
কেকেআর আগামি সিজনের জন্য আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, রমনদীপ সিং, হর্ষিত রানাকে রিটেন করেছে৷ আইপিএল মেগা অকশনে কি নতুন অধিনায়ক খুঁজবে?
advertisement
8/9
১২০ কোটি-র পার্সে রয়েছে ৫৭ কোটি টাকাকেকেআরের কাছে মেগা নিলামের জন্য ৬৩ কোটি টাকা রয়েছে৷ আসলে ১২০ কোটি টাকা থেকে ৫৭ কোটি টাকা খরচ করেছে৷ তাতে তারা ৬ জন প্লেয়ার রেখেছে৷ রিঙ্কু সিংকে যদি তারা অধিনায়ক হিসেবে রেখে দেয় তাহলে দলের জন্য আরও গুরুত্বপূর্ণ ক্রিকেটার কিনতে পারবে৷
advertisement
9/9
এই মুহূর্তে কেকেআরে একজন তারকা ফাস্ট বোলার খুঁজছে৷ বেশির ভাগ ক্রিকেটারই এই মুহূর্তে রিলিজ ফলে ট্রেন্ট বোল্ট ও মিচেল স্টার্কের দিকে নজর থাকবে৷