KKR Auction Plan: কেকেআরের মাস্টার প্ল্যান তৈরি! নিলামে 'এই' ১০ জনকে দলে নেবে নাইটরা! তালিকায় চমকের পর চমক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR May Bid For This 10 Players In IPL 2025 Mega Auction: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর কোন কোন প্লেয়ারদের নিলাম থেকে নিতে পারে তা নিয়ে কৌতুহল রয়েছে সকলের। দেখে নেওয়া যাক কেকেআরের প্ল্যানে থাকতে পারে কোন ১০ তারকা।
advertisement
1/11

২৪ ও ২৫ নভেম্বর বসতে চলেছে আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর কোন কোন প্লেয়ারদের নিলাম থেকে নিতে পারে তা নিয়ে কৌতুহল রয়েছে সকলের। দেখে নেওয়া যাক কেকেআরের প্ল্যানে থাকতে পারে কোন ১০ তারকা।
advertisement
2/11
ভেঙ্কটেশ আইয়ার: কেকেআর আবার ভেঙ্কটেশ আইয়ারকে আইপিএল নিলামে কিনতে পারে। আইপিএল 2024-এ, তিনি মিডল অর্ডারে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। ২০২১ সাল থেকে কেকেআরে ছিলেন তিনি। নাইটদের আইপিএল ইতিহাসে দ্বিতীয় শতরানকারী তিনি। তাঁর ব্যাটিং-বোলিং দক্ষতার জন্যই ফের তার জন্য নিলামে ঝাঁপাতে পারে কেকেআর।
advertisement
3/11
ফিল সল্ট: আইপিএল 2024-এ কেকেআরের টপ অর্ডারে ফিল সল্ট দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। তার আক্রমণাত্মক ব্যাটিং কেকেআরের ওপেনিংয়ের সমস্যা দূর করেছিল। ৪০০-র বেশি রান করেছিল তারকা ইংরেজ ব্যাটার। তাঁকে রিটেন না করলেও ফের নিলামে সল্টে জন্য দর হাকাতে পারে কেকেআর।
advertisement
4/11
ঈশান কিশান: কেকেআরের যদি একজন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যানের প্রয়োজন হয়, তাহলে ঈশান কিষান হতে পারেন দারুণ বিকল্প। তার বিস্ফোরক ব্যাটিং এবং উইকেট কিপিং দক্ষতা দলকে শক্তিশালী করতে পারে। এমনকী কেকেআরের অধিনায়ক হিসেবে বিকল্প হতে পারে ঈশান কিশান।
advertisement
5/11
জস বাটলার: নিলামে কেকেআর টার্গেট করতে পারে ইংরেজ তারকা ব্যাটার জস বাটলারকে। রাজস্থানের হয়ে দুরন্ত পারফর্ম করলেও তাঁকে রিটেন করেনি। এবা নিলানে নিজেদের অধিনায়ক সমস্যা দূর করতে জস বাটলার সেরা বিকল্প হতে পারে নাইটদের।
advertisement
6/11
অর্শদীপ সিং: বোলিং অ্যাটাককে শক্তিশালী করার ক্ষেত্রে সবসময় অলআউট ঝাঁপায় কেকেআর। এবার একজন টি-২০স্পেশালিস্ট, বিশেষ করে ডেথ ওভার দলকে সার্ভিস দিতে পারে এমন কাওকে খুঁজথে কেকেআর। ফলে ভারতীয় বাঁ হাতি পেসার অর্শদীপ সিংও রয়েছে কেকেআরের র‍্যাডারে।
advertisement
7/11
নীতিশ রানা: ২০১৮ সাল থেকে কেকেআরের ছিলেন নীতিশ রানা। প্রায় প্রতি বছর ধারাবাহিকভাবে রান করে গিয়েছেন তিনি। ২০২৩ সালে অধিনাকত্বও করেছেন নীতিশ রানা। নিজেদের কোর টিমকে ধরে রাখতে ফের নীতি রানার জন্য বিড করতে পারে নাইটরা।
advertisement
8/11
দীপক হুডা: ভারতীয় মারকাটারি ব্যাটার হিসেবে দীপক হুডাও টার্গেট হতে পারে কেকেআরে। আইপিএলে বিধ্বংসী ব্যাটিং করার রেকর্ড রয়েছে তাঁর। দল রিটেন না করলেও কেকেআরের জন্য ভাল বিকল্প হতে পারে কেকেআর।
advertisement
9/11
ঋষভ পন্ত: এবার আইপিএল নিলামে সবথেকে দাম পেতে পারেন যে ক্রিকেটাররা তাদের মধ্যে অন্যতম ঋষভ পন্থ। কেকেআরের পার্সে ৫১ কোটি টাকা রয়েছে। পন্থের দাম উঠতে পারে ২০ থেকে ২৫ কোটি। ফলে পার্স সঙ্গ না দিলেও পন্থকে নেওয়ার একটা চেষ্টা করতে পারে কেকেআর।
advertisement
10/11
ওয়াশিংটন সুন্দর: কেকেআরের তালিকায় থাকতে পারে ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের নাম। হায়দপরাবাদ তাঁকে রিটেন করেনি। কেকেআরে ভাল অফ স্পিনার দরকার। ব্যাটিং দক্ষতাও যথেষ্ট ভারতীয় তারকার।
advertisement
11/11
আংক্রিশ রঘুবংশী: গতবার কেকেআরে ছিলেন আংক্রিশ রঘুবংশী। কয়েকটি ম্যাচে তার ব্যাটিং নজর কেড়েছিল। এবারও আনক্যাপড প্লেয়ার হিসেবে তাঁকে রাখার সম্ভাবনা তৈরি হয়েছিল। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। তবে নিলামে ফের রঘুবংশীকে টার্গেট করতে পারে কেকেআর।