KKR Andre Russell: রাজা রাসেল! KKR-কে শুধু জেতালেন না, ইডেনে এমন এক কাণ্ড ঘটালেন! ক'জনই বা পারে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
KKR Andre Russell: কলকাতা নাইট রাইডার্সকে কার্যত একার হাতে ম্যাচ জিতিয়েছেন আন্দ্রে রাসেল। ম্যান অফ দ্য ম্যাচও সেই কারণেই বেছে নেওয়া হয়েছে এই ক্যারিবিয়ান তারকাকেই।
advertisement
1/9

আইপিএলের প্রথম ম্যাচেই KKR-এর হয়ে ইডেনে ঝড় তুলেছেন আন্দ্রে রাসেল। ব্যাটিংয়ে যেমন ঝড়, তেমনই বল হাতেও ২ উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল।
advertisement
2/9
কলকাতা নাইট রাইডার্সকে কার্যত একার হাতে ম্যাচ জিতিয়েছেন তিনি। ম্যান অফ দ্য ম্যাচও সেই কারণেই বেছে নেওয়া হয়েছে এই ক্যারিবিয়ান তারকাকেই।
advertisement
3/9
তবে, রাসেল জয়ের কৃতিত্ব দিচ্ছেন সতীর্থ হর্ষিত রানাকেও। যে ভাবে শেষ ওভারে হর্ষিত বল করেছেন, তা মুগ্ধ করেছে রাসেলকেও। মাঠে তাঁর উচ্ছ্বাস প্রকাশ দেখেও তা টের পাওয়া গিয়েছে।
advertisement
4/9
শনিবার ইডেনে ২৫ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আন্দ্রে রাসেল। সেই ঝড়ের মধ্যে ছিল ৩টি চার এবং ৭টি ছক্কা। আর এরই সঙ্গে কেকেআর আলরাউন্ডার আইপিএলে ২০০টি ছয় মারার বিরাট কীর্তি গড়েছেন ইডেনে।
advertisement
5/9
এর আগে মাত্র ৮জন ক্রিকেটারের এই কীর্তি ছিল। নবম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন আন্দ্রে রাসেল। আইপিএলে নিজের ৯৭তম ইনিংসে ২০০ ছয়ের মাইলফলক স্পর্শ করলেন রাসেল।
advertisement
6/9
আইপিএলে সবথেকে বেশি ছয়ের নজির রয়েছে আরেক ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের। আইপিএলে সব থেকে বেশি ছয় মারার নজির রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটার ক্রিস গেলের। ১৪১ ইনিংসে ৩৫৭টি ছক্কা মেরেছেন গেইল। পরের স্থানেই রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। রোহিত এখনও পর্যন্ত ২৩৮টি ইনিংসে ২৫৭টি ছয় মেরেছেন। তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স। তিনি ১৭০টি ইনিংসে ২৫১টি ছক্কা মেরেছেন। সেই তালিকায় এবার ঢুকে গেলেন আন্দ্রে রাসেলও।
advertisement
7/9
ইডেনে শনিবার আক্ষরিক অর্থেই উঠেছিল রাসেল ঝড়। শনিবার ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। কেকআরের টপ অর্ডারে অভিষকে নজর কাড়েন ওপেনার ফিল সল্ট। তাঁর অর্ধশতরান ছাড়া কেকেআর টপ অর্ডারে ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানারা কেউ রান পাননি। ফিল সল্টকে কিছুটা সঙ্গ দেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা রমনদীপ সিং। ৫৪ রান জুটিতে যোগ করেন তারা।
advertisement
8/9
ফিল সল্ট ৫৪ ও রমনদীপ সিং ৩৫ রান করে আউট হতেই ফের চাপে পড়ে যায় কেকেআর। ১১৯ রান ৬ উইকট পড়ে যায় নাইটদের। তারপর কেকেআরর বাকি ইনিংস জুড়ে শুধুই রাসেলের মাসেল পাওয়ার। ইডেনে রীতিমতো তাণ্ডব চালান ক্যারিবিয়ান তারকা। তাকে সঙ্গ দেন রিঙ্কু সিং। ৮১ রানের পার্টনারশিপ করেন তারা।
advertisement
9/9
রিঙ্কু ২৩ রান করে আউট হন। ২৫ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন রাসেল। ৭টি ছয় ও ৩টি চার মারেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২০৮ রান করে কেকেআর। এরপরই বল হাতেও দুটি মূল্যবান উইকেট নেন রাসেল।