East Bengal: ইস্টবেঙ্গলের সুপার কাপ জয়ের সেরা মুহূর্ত, লাল-হলুদ ফ্যানেদের স্বপ্নপূরণের ছবির কোলাজ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
East Bengal Kalinga super Cup 2024 Champion: ১২০ মিনিটের মিনিটের রুদ্ধশ্বাস লড়াই। অবশেষে দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ইস্টবেঙ্গলের। ট্রফির খিদে মিটল লাল-হলুদের। এক যুগ পর সর্বভারতীয় ট্রফি এল ইস্টবেঙ্গলের ঘরে।
advertisement
1/6

সুপার কাপের রুদ্ধশ্বাস ফাইনালে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে ১২ বছর পর ট্রফি এসেছে ইস্টবেঙ্গলের ঘরে। স্বপ্নপূরণ হয়েছে লাল-হলুদ জনতার।
advertisement
2/6
কলিঙ্গ স্টেডিয়ামে ফাইনালের প্রথম হাফে ১-০ গোলে পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল। মরিসিও গোল করে ম্যাচের ৩৯ মিনিটে এগিয়ে দেয় ওড়িশা এফসিকে।
advertisement
3/6
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে ইস্টবেঙ্গল। ৫২ মিনিটে দুরন্ত গোল করে কার্লোস কুয়াদ্রাতের দলকে সমতায় ফেরান নন্দকুমার।
advertisement
4/6
দ্বিতীয় গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি লাল-হলুদ ব্রিগেডকে। ৬২ মিনিটে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন ক্রেসপো।
advertisement
5/6
এরপর ম্যাচের ইনজুরি টাইমের শেষ মুহর্তে মরিসিওকে বক্সের মধ্যে ফাউল করেন প্রভসুখন গিল। পেনাল্ট পায় ওড়িশাকে। পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান জহৌ।
advertisement
6/6
ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। প্রথম ১৫ মিনিট শেষেও খেলার ফল ছিল ২-২। ১১১ মিনিটে ক্লেইটন সিলভা ইস্টবেঙ্গলের হয়ে জয়সূচক গোলটি করেন। চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল।