TRENDING:

বিরাটদের ডায়েটে থাকুক ‘কড়কনাথ’ মুরগি, বিসিসিআই-কে পরামর্শ কৃষি বিজ্ঞান কেন্দ্রের

Last Updated:
advertisement
1/4
বিরাটদের ডায়েটে থাকুক ‘কড়কনাথ’ মুরগি, বিসিসিআই-কে পরামর্শ কৃষি বিজ্ঞান কেন্দ্রের
বিরাট কোহলি ও তাঁর টিমমেটদের জন্য ‘ব্যালেন্সড ডায়েট’ কী হওয়া উচিৎ ৷ তা নিয়ে এবার মধ্যপ্রদেশের ঝাবুয়ার কৃষি বিজ্ঞান কেন্দ্র চিঠি পাঠাল বিসিসিআই-কে ৷ বিরাটের ডায়েটে থাকুক গ্রিলড চিকেন ৷ আর তাও সেটা যে কোনও মুরগির নয় ৷ ‘কড়কনাথ’ মুরগি খাওয়াটাই ভারতীয় ক্রিকেটারদের জন্য ভাল বলে ওই কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফে জানানো হয়েছে ৷
advertisement
2/4
কী এই কড়কনাথ মুরগি ? কৃষি বিজ্ঞান কেন্দ্রের বোর্ডকে পাঠানো চিঠিতেই লেখা রয়েছে সেই বিশেষ মুরগির গুণাগুণ। তাদের দাবি বিরাটরা সাধারণত যে গ্রিলড চিকেন খেয়ে থাকেন তাতে রয়েছে হাই কোলেস্টেরল ও ফ্যাট। কড়কনাথ চিকেনে কোলেস্টেরল ও ফ্যাটের পরিমাণ অত্যন্ত কম। রয়েছে হাই প্রোটিন ও আয়রন।
advertisement
3/4
কড়কনাথ মুরগি দেখতে কুচকুচে কালো ৷ এর ডিমের রং-ও কালো বলে জানা গিয়েছে ৷
advertisement
4/4
কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফে চিঠিতে লেখা হয়েছে, “ সংবাদমাধ্যম মারফত আমরা জানতে পেরেছি যে বিরাট কোহলি ও ভারতীয় দলের অনান্য ক্রিকেটারদের ডায়েটে রয়েছে গ্রিলড চিকেন। কিন্তু এতে হাই কোলেস্টেরল ও ফ্যাট রয়েছে। ঝাবুয়ার কড়কনাথ চিকেনে কোলেস্টেরল ও ফ্যাটের পরিমাণ অত্যন্ত কম। তাতে রয়েছে হাই প্রোটিন ও আয়রন। হায়দরাবাদে এক বৈঠকে ন্যাশনাল রিসার্চ সেন্টারের রিপোর্ট এমনটাই জানিয়েছে। তাই ক্রিকেটারদের এই চিকেন খাওয়ার পরামর্শ দিচ্ছি আমরা।”
বাংলা খবর/ছবি/খেলা/
বিরাটদের ডায়েটে থাকুক ‘কড়কনাথ’ মুরগি, বিসিসিআই-কে পরামর্শ কৃষি বিজ্ঞান কেন্দ্রের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল