advertisement
1/5

ভারতীয় দল অস্ট্রেলিয়া পাড়ি জমিয়েছে ৷ বিশ্বকাপের আগে এই সিরিজটা ভারতীয় দলের অ্যাসিড টেস্ট ৷ ঘরের মাঠে ওয়েস্টইন্ডিজকে হেলায় হারানোর পর ভারতের সামনে অজি চ্যালেঞ্জ ৷ তৈরি বিরাট এন্ড কোং ৷ Photo -AP
advertisement
2/5
অস্ট্রেলিয়া দলে নেই স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ৷ এদিকে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা ৷ তাই সফরের আগেই কোচ রবি শাস্ত্রী হুঙ্কার ছেড়েছিলেন যে গত ১৫ বছরের সেরা দল নিয়ে ভারত অস্ট্রেলিয়া পৌঁছচ্ছে ৷ Photo -AP
advertisement
3/5
এই কথাটি আদপেই পছন্দ হয়নি প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ ওয়ার ৷ তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন , ‘‘ আমি বেশ কিছু ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে খেলেছি ৷ বর্তমান ভারতীয় দল তার থেকে ভালো কিনা তা নিয়ে আমি নিঃসন্দেহ নই ৷ এটা ভারতীয় দলের ওপর বাড়তি চাপ তৈরি করবে ৷ একবার ওরা হারতে শুরু করলে প্রচুর পরিমাণে সমালোচনা হবে ৷ ’’Photo -AP
advertisement
4/5
ভারত বনাম অস্ট্রেলিয়া মানেই কোথাও যেন অলিখিত লড়াই স্টিভ ওয়া বনাম সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে ৷ নিজেরা ক্রিকেটার ছিলেন যখন থেকে তখন থেকেই এই লড়াই উপভোগ করে গোটা ক্রিকেট দুনিয়া ৷
advertisement
5/5
এবারেও স্টিভ ওয়ার সঙ্গে স্বাভাবিকভাবেই একমত হননি সৌরভ ৷ তিনি জানিয়েছেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার না থাকায় অস্ট্রেলিয়া দল যথেষ্ট দুর্বল ৷ পাশাপাশি তিনি আরও বলেছেন, ‘‘ এই ভারতীয় দলের একটা বিরাট ও রোহিত রয়েছে এটা একটা বড় ফ্যাক্টর ৷ ভারতীয় দলের জন্য এটা দারুণ সময় ৷ ভারত অস্ট্রেলিয়াকে হারাতে পারে ৷ ’’ Photo -AP