KKR : বিক্রি হয়ে যাচ্ছে কেকেআর! আইপিএলের আগে 'বাজার গরম' একটা খবরে, শাহরুখ খানের টিমের অন্দরমহলে বড়সড় বদল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
KKR : মেহতা গ্রুপ কেকেআরে তাদের অংশীদারিত্বের একটি ছোট্ট অংশ বিক্রি করার পরিকল্পনা করেছে বলে খবর। তবে ১০০ শতাংশ শেয়ার কিন্তু বিক্রি হচ্ছে না। ফলে কেকেআর সম্পূর্ণরূপে বিক্রি হচ্ছে বলে যে খবর রটছে তা কিন্তু আদতে সত্যি নয়।
advertisement
1/6

অনেকেই হয়তো এই প্রতিবেদনের শিরোনাম পড়ে কিছুটা চমকে যাবেন! বিশেষ করে কেকেআর ভক্তরা। সত্যিই কি বিক্রি হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স!
advertisement
2/6
এর আগেও কেকেআর নিলামে শাহরুখ-পুত্র আরিয়ানকে দেখা গিয়েছিল। তবে আশ্চর্যজনকভাবে এবার শাহরুখের পরিবারের কোনও সদস্য আইপিএল নিলামে ছিলেন না। আর তার পর থেকেই একটা জল্পনা জোরদার হয়েছে। তা হলে কি কেকেআর বিক্রি হয়ে যাচ্ছে! শাহরুখ কি নিজের মালিকানা ছেড়ে দিচ্ছেন!
advertisement
3/6
১৬ ডিসেম্বর আবু ধাবির এতিহাদ অ্যারেনা স্টেডিয়ামে ২০২৬ আইপিএল টুর্নামেন্টের মিনি অকশন হয়েছিল। সেখানে শাহরুখ খান কিংবা তাঁর পরিবারের কোনও সদস্য ছিলেন না। বলিউড বাদশা কি তা হলে কেকেআর-এর মালিকানা ছেড়ে দিচ্ছেন, এই নিয়ে প্রশ্ন উঠছে।
advertisement
4/6
সবার আগে বলে রাখা ভাল, কেকেআর সম্পূর্ণরূপে বিক্রি হয়ে যাচ্ছে না। ফলে কেকআর সমর্থকদের ভয় পাওয়ার কিছু নেই। নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড কোম্পানির অধীনে KKR ফ্র্যাঞ্চাইজি পরিচালিত হয়। তাতে শাহরুখ খানের সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ৫৫ শতাংশ অংশীদারিত্ব। আর জুহি চাওলা এবং জয় মেহতার সংস্থা মেহতা গ্রুপের রয়েছে ৪৫ শতাংশ অংশীদারিত্ব।
advertisement
5/6
মেহতা গ্রুপ কেকেআরে তাদের অংশীদারিত্বের একটি ছোট্ট অংশ বিক্রি করার পরিকল্পনা করেছে বলে খবর। তবে ১০০ শতাংশ শেয়ার কিন্তু বিক্রি হচ্ছে না। ফলে কেকেআর সম্পূর্ণরূপে বিক্রি হচ্ছে বলে যে খবর রটছে তা কিন্তু আদতে সত্যি নয়।
advertisement
6/6
২০২৬ আইপিএলের জন্য কেকেআরের স্কোয়াড দেখে নিন- অজিঙ্কা রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকুল রায়, হর্ষিত রানা, মণীশ পান্ডে, রমনদীপ সিং, রিঙ্কু সিং, রোভম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, মাথিশা পাথিরানা, তেজস্বী সিং, কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কি, রাহুল ত্রিপাঠি, টিম সেইফার্ট, মুস্তাফিজুর রহমান, সার্থক রঞ্জন, দক্ষ কামরা, রচিন রবীন্দ্র, আকাশ দীপ।