Jos Buttler Century: এবারের আইপিএলের প্রথম সেঞ্চুরি, ইংরেজ ব্যাটারের তাণ্ডবে চোখে সর্ষে ফুল দেখলেন বুমরাহরা
- Published by:Suman Majumder
Last Updated:
Jos Buttler Century In Ipl 2022: হাউ ইজ দ্য জোস! রোহিত শর্মার দলের বোলারদের পিটিয়ে ছাতু করলেন ইংরেজ ব্যাটার।
advertisement
1/5

আইপিএল ২০২২-এর প্রথম সেঞ্চুরি। জস বাটলারের তাণ্ডবে চোখে সর্ষে ফুল দেখলেন মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা।
advertisement
2/5
৬৬ বলে সেঞ্চুরি করে ফেললেন বাটলার। তাঁকে থামাতে পারলেন না মুম্বইয়ের বোলাররা।
advertisement
3/5
মুম্বইয়ের বিরুদ্ধে এদিন প্রথমে ব্যাটিং করে রাজস্থান রয়্যালস। শুরু থেকেই মারকাটারি খেলতে থাকেন বাটলার। সঞ্জু স্যামসন করেন ২১ বলে ৩০ রান।
advertisement
4/5
এদিন বাটলারের দাপটে ০শ ওভারেই ১০৭ রান করে ফেলেছিল রাজস্থান। আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল অবশ্য এদিন রান পেলেন না।
advertisement
5/5
রাজস্থান রয়্যালস তাঁর সেকেন্ড হোম। এমনই বলেন বাটলার। আইপিএল তিনি এর আগেও মারকাটারি ইনিংস খেলেছেন। তবে এদিন যেন তাণ্ডব করলেন ব্যাট হাতে নেমে।