TRENDING:

Asia Cup 2023: ঠিক কী ভুল করেছিল আফগানিস্তান ? নিয়ম না জানানোর জন্য দায়ী হলেন কর্মকর্তারা

Last Updated:
পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৩-এর শেষ লিগ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে সুপার ফোর-এর দ্বারপ্রান্তে পৌঁছেও বাছাইপর্ব থেকে ছিটকে গিয়েছে আফগানিস্তান।
advertisement
1/6
ঠিক কী ভুল করেছিল আফগানিস্তান ? নিয়ম না জানানোর জন্য দায়ী হলেন কর্মকর্তারা
নিয়ম না জানায় জয়ের দোরগোড়া থেকেই ফিরতে হল আফগানিস্তানকে। পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৩-এর শেষ লিগ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে সুপার ফোর-এর দ্বারপ্রান্তে পৌঁছেও বাছাইপর্ব থেকে ছিটকে গেল তারা। Photo: AP
advertisement
2/6
ম্যাচ শেষ হওয়ার পর আফগান দলের প্রধান কোচ জোনাথন ট্রট জানান এক অদ্ভুত কথা। তিনি বলেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৭.১ ওভারে ২৯২ রানের লক্ষ্যে দেওয়া হয়েছিল। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছতে না পারলেও যে সুপার ফোর-এ যোগ্যতা অর্জনের আরও একটি সুযোগ পাওয়া যেতে পারে, তা দলের জানা ছিল না। ট্রট বলেন, ‘ম্যাচের কর্মকর্তারা আফগানিস্তান দলকে সুপার ফোর-এ যোগ্যতা অর্জন করার বিষয়ে সমস্ত দিকগুলি জানাননি। এরই খেসারত দিতে হল দলকে।’ শ্রীলঙ্কার বিপক্ষে ২৯২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে আফগানিস্তান দল মাত্র তিন রানে পিছিয়ে পড়ে।
advertisement
3/6
শেষ পর্যন্ত ৩৭.৪ ওভারে ২৮৯ রানেই সকলে আউট হয়ে যান। ৩৭তম ওভারের শেষে, আফগানিস্তানের স্কোর ছিল ৮ উইকেটে ২৮৯ রান। অর্থাৎ, জয়ের জন্য আফগান দলকে এক বলে ৩ রান করতে হত। এতে শ্রীলঙ্কার নেট রান রেট-এর থেকে বেশি রেট (NRR) করা যেত। মুজিব উর রহমান শ্রীলঙ্কার বোলার ধনঞ্জয় ডি সিলভার বলে বড় শট নেওয়ার চেষ্টা করতেই ধরা পড়ে যান লং-অনে। উল্টো দিকে নন-স্ট্রাইকার রশিদ খান সেই সময়ই মনোবল হারান, তিনি ভেবেই নিয়েছিলেন তাঁর দল বাদ পড়ে গিয়েছে ইতিমধ্যেই। Photo: AP
advertisement
4/6
কিন্তু তখনও পরিস্থিতি আসলে হাতের বাইরে যায়নি। নেট রানের নিরিখে শ্রীলঙ্কাকে ছাড়িয়ে যেতেই পারত আফগানিস্তানের দল। তার জন্য প্রয়োজন ছিল ৩৭.২ ওভারে ২৯৩ রান বা ৩৭.৩ ওভারে ২৯৪ বা ৩৭.৫ ওভারে ২৯৫ রান। এমনকী ৩৮ তম ওভারে ২৯৬ বা ৩৮.১ ওভারে ২৯৭ রান করলেও আফগানিস্তান শ্রীলঙ্কাকে টপকে যেতে পারত। ফারুকি বোধহয় চেয়েছিলেন তাঁর উইকেট বাঁচাতে, যাতে রশিদ খান পরের ওভারে ম্যাচ শেষ করতে পারেন এবং আফগানিস্তান অন্তত একটি জয় পায়। কিন্তু, ফারুকির পরিকল্পনা কাজ করেনি।
advertisement
5/6
তিনি আউট হয়ে যেতেই আফগানিস্তান ম্যাচও হারে, টুর্নামেন্ট থেকে বিদায়ও নেয়। কিন্তু এর পরেই সাংবাদিক সম্মেলনে আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট আঙুল তোলেন কর্মকর্তাদের দিকে। তিনি স্পষ্ট অভিযোগ করেন, সব নিয়ম স্পষ্ট করে তাঁদের জানানো হয়নি বলে।
advertisement
6/6
তিনি বলেন, ‘সুপার ফোর-এর যোগ্যতা নির্ণায়ক মানদণ্ড সম্পর্কেও আমাদের স্পষ্ট জানানো হয়নি। আমাদের বলা হয়েছিল ৩৭.১ ওভারে ম্যাচ জিততে হবে। আমাদের বলা হয়নি কোনও ওভারে আমরা ২৯৫ বা ২৯৭ রান পর্যন্ত করতে পারি। ৩৮তম ওভারেও আমরা যোগ্যতা অর্জন করতে পারতাম। কিন্তু এই বিষয়ে কোনও তথ্য আমাদের কাছে ছিল না।’ Photo: AP
বাংলা খবর/ছবি/খেলা/
Asia Cup 2023: ঠিক কী ভুল করেছিল আফগানিস্তান ? নিয়ম না জানানোর জন্য দায়ী হলেন কর্মকর্তারা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল