Joe Root: টেস্ট ক্রিকেটে শিল্পী রুট! এজবাস্টনে কোহলিদের বুঝিয়ে দিলেন, কলার তুলে ব্যাটিং কাকে বলে!
- Published by:Suman Majumder
Last Updated:
Joe Root In Edgbaston: ফ্যাব ফোর-এর রাজা এখন জো রুট। এজবাস্টনে তাঁর দুরন্ত ব্যাটিং দাঁড়িয়ে দেখলেন কোহলি।
advertisement
1/6

এজবাস্টনে সিরিজের ৫ম টেস্ট ম্যাচে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন জো রুট। ১৩৬ বলে কেরিয়ারের ২৮তম সেঞ্চুরি করলেন তিনি। বিরাট কোহলি, স্টিভ স্মিথ এবং কেন উইলিয়ামসনদের নিয়ে গড়া 'ফ্যাব-ফোর' তালিকার শীর্ষে পৌঁছে গেলেন।
advertisement
2/6
এজবাস্টন টেস্টে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জো রুট ভারতীয় পেসার মহম্মদ সিরাজের বলে চার মেরে তাঁর ব্যক্তিগত স্কোর ১০৩-এ নিয়ে যান। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৬৭তম ওভারের প্রথম বলেই রুট বাউন্ডারি মারেন। ওই ওভারের তৃতীয় বলেও চার মারেন রুট।
advertisement
3/6
তিনিও বিরাট কোহলির মতো আধিনায়কত্ব ছেড়েছেন। তার পর থেকে যেন আরও বেশি করে হাত খুলে খেলছেন। কোহলি ও স্টিভ স্মিথের টেস্ট সেঞ্চুরি ২৭টি করে। রুটের ২৮টি।
advertisement
4/6
জো রুট এবং জনি বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরি এবং দুজনের মধ্যে চতুর্থ উইকেটে অপরাজিত ২৬৯ রানের জুটির সুবাদে ইংল্যান্ড এই টেস্ট ম্যাচটি ৭ উইকেটে জিতেছে। বেন স্টোকসের নেতৃত্বে ইংল্যান্ড ৫ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ ড্র করল। চতুর্থ ইনিংসে রেকর্ড লক্ষ্য অর্জন করতে গিয়ে ইংল্যান্ড ৩ উইকেট হারিয়ে ৩৭৮ রান করেছে। জো রুট ১৪২ রানে অপরাজিত থাকেন এবং জনি বেয়ারস্টো ১১৪ রান করেন।
advertisement
5/6
৩৩ বছর বয়সী বিরাট কোহলির এখনও পর্যন্ত ১০২টি টেস্ট ম্যাচে মোট ৮০৭৪ রান রয়েছে। টেস্টে তাঁর ২৭টি সেঞ্চুরি ও ২৮টি হাফ সেঞ্চুরি রয়েছে।
advertisement
6/6
৩১ বছর বয়সী কেন উইলিয়ামসনকেও 'ফ্যাব-ফোর'-এ গণ্য করা হয়। এখনও পর্যন্ত টেস্টে ৮৮টি ম্যাচে তাঁর ২৪টি সেঞ্চুরি এবং ৩৩টি হাফ সেঞ্চুরি রয়েছে। রান ৭৩৬৮।