TRENDING:

‘এই জয় আমার কোচ, বাবা-মা, সতীর্থ আর সেই ঈশ্বরের জন্য, যিনি আমাকে শক্তি দিয়েছেন’: জেমাইমা

Last Updated:
Jemimah Rodrigues: ম্যাচ জিতিয়ে জেমাইমা বললেন, ‘‘স্বপ্নের মতো মনে হচ্ছে। স্বপ্নটা এখনও শেষ হয়নি। সত্যিই গত এক মাসের কাজটা কঠিন ছিল। একা এটা করতে পারিনি। মা, বাবা, কোচ এবং আমার উপর যাঁরা বিশ্বাস রেখেছিলেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই।’
advertisement
1/6
‘এই জয় আমার কোচ, বাবা-মা, সতীর্থ আর সেই ঈশ্বরের জন্য, যিনি আমাকে শক্তি দিয়েছেন’: জেমাইমা
নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামের গ্যালারিতে তখন নীরবতা আর উত্তেজনা একসঙ্গে জড়িয়ে। ভারতের ইনিংসের শেষ মুহূর্তে ক্রিজে দাঁড়িয়ে এক তরুণীর চোখে জল। তিনি জেমাইমা রডরিগেজ। ম্যাচ জেতার পর জেমাইমার চোখে আনন্দাশ্রু। প্লেয়ার অফ দ্য ম্যাচ ট্রফি হাতে তুলে নিয়ে তিনি বলেন, “এই জয় আমার কোচ, বাবা-মা, সতীর্থ আর সেই ঈশ্বরের জন্য, যিনি আমাকে শক্তি দিয়েছেন।” (Photo: X)
advertisement
2/6
২০০৫ ও ২০১৭-র ব্যর্থতার পর অবশেষে ভারতের মেয়েরা পৌঁছে গেল বিশ্বকাপের ফাইনালে ৷ এবার রবিবার ফাইনালে তাঁদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ৩৩৯ রানের ভয়ঙ্কর টার্গেট, অন্য প্রান্তে একের পর এক উইকেট পড়ছে, কিন্তু জেমাইমার ব্যাট থেকে বেরিয়ে আসছিল সাহসের সুর। (Photo: AP)
advertisement
3/6
নিঃসন্দেহে ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা জয়। মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত। রবিবার হরমনপ্রীত কৌর-স্মৃতি মন্ধানাদের ভারত ফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকার। লরা উলভার্টের দক্ষিণ আফ্রিকা এর আগের সেমিফাইনালে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ডকে। (Photo: AP)
advertisement
4/6
ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনাল জেতার পর কেঁদে ভাসালেন জেমাইমা রডরিগেজ। এই কান্না কষ্টের নয়, বরং আনন্দের। আট বছর পর ঘরের মাঠে তিনিই তো ভারতকে ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে তুললেন। (Photo: AP)
advertisement
5/6
জেমাইমা বললেন, ‘‘স্বপ্নের মতো মনে হচ্ছে। স্বপ্নটা এখনও শেষ হয়নি। সত্যিই গত এক মাসের কাজটা কঠিন ছিল। একা এটা করতে পারিনি। মা, বাবা, কোচ এবং আমার উপর যাঁরা বিশ্বাস রেখেছিলেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই।’’ (Photo: AP)
advertisement
6/6
তাঁকে যে তিন নম্বরে ব্যাট করতে নামতে হবে, তা তিনি জানতেনই না ৷ জেমাইমা এদিন বলেন, ‘‘আমি জানতাম না যে, তিন নম্বরে আমাকে ব্যাট করতে হবে। আমি স্নান করছিলাম। শুধু বলেছিলাম আমাকে জানাতে। মাঠে নামার পাঁচ মিনিট আগে, আমাকে বলা হয়েছিল যে আমি তিন নম্বরে আজকে ব্যাট করতে নামব।’’ (Photo: AP)
বাংলা খবর/ছবি/খেলা/
‘এই জয় আমার কোচ, বাবা-মা, সতীর্থ আর সেই ঈশ্বরের জন্য, যিনি আমাকে শক্তি দিয়েছেন’: জেমাইমা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল