TRENDING:

BCCI Jay Shah: বিসিসিআইয়ের পদ থেকে ইস্তফা দিতে পারেন জয় শাহ, বিগ নিউজ সামনে, জানুন পিছনের গোপন কারণ

Last Updated:
BCCI Jay Shah: বাবার কৃতিত্বেই জয় শাহ ক্রিকেট প্রশাসনের এত বড় দায়িত্ব সামলান একাধিকবার বলেন নিন্দুকরা।
advertisement
1/6
BCCI-র পদ থেকে ইস্তফা দিতে পারেন জয় শাহ, বিগ নিউজ সামনে, জানুন পিছনের গোপন কারণ
ভারতীয় দল টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে এই খবরের ঘোর এখনও কাটেনি ফের একবার এক বড় খবর নাড়িয়ে দিল ক্রিকেট মহলকে৷  ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বর্তমান সেক্রেটারি জয় শাহ সম্পর্কে বড় খবর বেরিয়ে আসছে। তিনি তাঁর পদ থেকে পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে।
advertisement
2/6
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসির চেয়ারম্যান পদের নির্বাচন এই বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে। প্রতিবেদনে বলা হয়েছে, জয় শাহ এই পদের জন্য তাঁর দাবি জানাতে পারেন তার জন্যেই এইভাবে সচিব পদ ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন।
advertisement
3/6
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির সভাপতি পদে জয় শাহ  দাবি তুলতে পারেন। বর্তমানে এ বিষয়ে শুধু খবরই এসেছে তিনি আইসিসি পদের জন্য দাবি জানাতে পারেন৷ তবে  তিনি বিসিসিআইয়ের পদে থাকতে চান কি না সে বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।
advertisement
4/6
নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে বর্তমানে আইসিসির সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি গত চার বছর ধরে এই পদে অধিষ্ঠিত আছেন৷  বিসিসিআই-এর সমর্থণের জন্য বার্কলে এই দায়িত্ব পেয়েছিলেন৷  নভেম্বরের নির্বাচনে জয় শাহ নিজের নাম দিলে  বার্কলেকে পিছিয়ে যেতে হতে পারে।
advertisement
5/6
তবে জয় শাহ নির্বাচনে নাম জমা দিতে এখনও অনেক সময় বাকি। চলতি মাসের শেষের দিকে শ্রীলঙ্কার কলম্বোতে আইসিসির বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। এতে আলোচনা হবে আইসিসির সভাপতি পদ নিয়ে৷
advertisement
6/6
সম্প্রতি সুনীল গাভাস্কর শাহ তাঁর সময়কালে ভারতে ক্রিকেটের উন্নতির  জন্য বিসিসিআইয়ের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন৷ তিনি  ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “অনেক লোক জয় শাহের সমালোচনা করেন, তাঁর অবদানের চেয়ে তাঁর বাবার রাজনৈতিক অবস্থানের দিকে মনোযোগ দেন৷ তবে, জয় শাহ যা অর্জন করেছেন — যেমন মহিলা প্রিমিয়ার লিগ আনা, মহিলা দলের জন্য পুরুষদের মতো সমান বেতন নিশ্চিত করা, আইপিএল ক্রিকেটারদের জন্য ফি বৃদ্ধি করা এবং উল্লেখযোগ্যভাবে প্রণোদনা বৃদ্ধি করা — প্রশংসনীয়। দুর্ভাগ্যবশত, কেউ কেউ রাজনৈতিক অ্যাজেন্ডার কারণে তাকে কৃতিত্ব দিতে অস্বীকার করে।"
বাংলা খবর/ছবি/খেলা/
BCCI Jay Shah: বিসিসিআইয়ের পদ থেকে ইস্তফা দিতে পারেন জয় শাহ, বিগ নিউজ সামনে, জানুন পিছনের গোপন কারণ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল