Shah Rukh Khan on Virat Kohli: শাহরুখ খানের 'জামাই' বিরাট কোহলি! স্বয়ং 'জওয়ানের' মন্তব্যে তোলপার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Jawan star Shah Rukh Khan comments goes viral SRK calls Virat Kohli like his son in law: জওয়ান সিনেমার আকাশ ছোয় সাফল্য। বক্স অফিসে ঝড় তুলে একের পর এক রেকর্ড ভেঙে শাহরুখ আরও একবার প্রমাণ করছেন কেন তিনি 'কিং খান'। এরই মধ্যে শাহরুখ খানের একটি মন্তব্য (সোশ্যাল মিডিয়া পোস্ট) ঘিরে তোলপার নেট দুনিয়া।
advertisement
1/10

জওয়ান সিনেমার আকাশ ছোয় সাফল্য। বক্স অফিসে ঝড় তুলে একের পর এক রেকর্ড ভেঙে শাহরুখ আরও একবার প্রমাণ করছেন কেন তিনি 'কিং খান'।
advertisement
2/10
এরই মধ্যে শাহরুখ খানের একটি মন্তব্য (সোশ্যাল মিডিয়া পোস্ট) ঘিরে তোলপার নেট দুনিয়া। শুরু নানা রকমের আলচনা। আর যেটা বলেছেন শাহরুখ তা চর্চা হওয়ার মতনই।
advertisement
3/10
কারণ ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিকে নিজের জামাইয়ের মতন বলেছেন শাহরুখ খান। আর এক মহাতারকা অপর মহাতারকা সম্পর্কে এমন মন্তব্য করলে তা ভাইরাল হবে না হয় নাকি।
advertisement
4/10
আমরা সকলেই জানি সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ফ্যানেদের সঙ্গে আড্ডায় বসেন কিং খান। ‘আস্ক মি’ সেশনের পরে নিজের মন্তব্যেল সৌজন্যে নেট দুনিয়ায় ঝড় তুলেছেন শাররুখ খান
advertisement
5/10
এই সেশনে শাহরুখ খান তাদের ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। হ্যাশট্যাগ আস্কএসআরকে লিখে ফ্যানেরা নানা ধরনের প্রশ্ন করছিলেন শাহরুখকে। বাছাই প্রশ্নের উত্তর দেন কিং খান।
advertisement
6/10
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কার জনপ্রিয়তা বেশি তা নিয়ে বিরাট কোহলি ও শাহরুখ খান ফ্যানেদের মধ্যে তুমুল তর্ক হয়েছিল। তাই এক ফ্যান শাহরুখকে সেই বিষয়েই প্রশ্ন করেন।
advertisement
7/10
ওই ফ্যান বলেন কোহলিকে নিয়ে জওয়ানের স্টাইলে শাহরুখকে কিছু বলার অনুরোধ করেন। আসলে কে বেশি জনপ্রিয়? সেই বিষয়েই শাহরুখের প্রতিক্রিয়া চাইছিলেন ওই ফ্যান।
advertisement
8/10
এরপরই নিজ ভঙ্গিতে জবাব দেন শাহরুখ। তিনি বলেন, ‘আমি @imVkohli-কে ভালোবাসি। ও আমার খুব আপন। এবং আমি সব সময়ে ওর ভালোর জন্য প্রার্থনা করি....ভাই ও আমার জামাইয়ের মতো।’
advertisement
9/10
কোহলিকে শাহরুখ তাঁর জামাইয়ের মতন বলার পর সেই মন্তব্য ভাইরাল হয়েছে মুহুর্তের মধ্যে। লাইক, কমেন্ট, শেয়ার ও ভিউয়ের বন্যায় ভেসে যায় শাহরুখের মন্তব্য। নান মন্তব্যও করেন নেটিজেনরা।
advertisement
10/10
অনেকেই মনে করছেন বিরাট কোহলির পাশাপাশি অনুষ্কা শর্মার সঙ্গেও শাহরুখ খানের সম্পর্ক খুব ভাল। অনুষ্কার প্রথম হিরোও ছিলেন শাহরুখ। সেই কারনেই কোহলিকে জামাই বলেছেন শাহরুখ।