নীরজ চোপড়ার পূর্বপুরুষরা কোন দেশের? জানলে বিশ্বাস হবে না, অনেকেই অবাক শুনে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Neeraj Chopra- অনেকেই জানেন না, পাকিস্তানের সঙ্গে পুরনো একটা সম্পর্ক রয়েছে নীরজের। কারণ তাঁর পূর্বপুরুষরা পাকিস্তান থেকেই এদেশে এসে বসতি স্থাপন করেন।
advertisement
1/9

অনেকেই তাঁকে ডাকেন সোনার ছেলে বলে। সত্যিই তিনি সোনার ছেল। অলিম্পিক্সে ভারত ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে পদক পেতে পারে, এটা তিনি না থাকলে প্রমাণ হত না।
advertisement
2/9
টোকিওর পর নীরজ চোপড়া প্যারিসেও সোনা জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। তবে এবার যাত্রা থামল রুপো জিতে।
advertisement
3/9
অলিম্পিক্সের মঞ্চে ব্যক্তিগত পারফরম্যান্সে পরপর ২ বার পদক পাওয়া অ্যাথলিট ভারতীয় শাটলার পিভি সিন্ধু এবং জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া৷ সিন্ধু পেয়েছিলেন একটি রুপো ও একটি ব্রোঞ্জ৷ অন্যদিকে রঙের হিসেবে সিন্ধুকে টেক্কা নীরজের। তাঁর ঝোলায় একটি সোনা ও একটি রুপো৷
advertisement
4/9
গত কয়েকবার পাকিস্তানের আরশাদ নাদিমকে বিভিন্ন ইভেন্টে হারিয়েছেন নীরজ। তবে এবার অলিম্পিক্সে আরশাদ রেকর্ড গড়েন। জ্যাভেলিন ছোড়েন ৯২.৯৭ মিটার দূরত্বে।
advertisement
5/9
পাকিস্তানের আরশাদ দেশে ফিরেছেন। তবে নীরজ প্যারিস থেকে চলে গিয়েছেন জার্মানি। চোট সারাতে। এবার অলিম্পিক্সে তিনি চোট নিয়েই খেলেছিলেন। ফলে সেভাবে পারফর্ম করতে পারেননি।
advertisement
6/9
অনেকেই জানেন না, পাকিস্তানের সঙ্গে পুরনো একটা সম্পর্ক রয়েছে নীরজের। কারণ তাঁর পূর্বপুরুষরা পাকিস্তান থেকেই এদেশে এসে বসতি স্থাপন করেন।
advertisement
7/9
পাকিস্তানের রাড় কমিউনিটির কথা অনেকের জানা। সেই কমিউনিটির লোকজন ছিলেন নীরজের পূর্বপুরুষরা। তার পর তাঁরা হরিয়ানায় এসে থাকতে শুরু করেন।
advertisement
8/9
জানা যায় প্রায় ১৫০০ বছর আগে যে অঞ্চলে রোড়রা থাকতেন সেটিকে গান্ধার বলা হত। রাড়রা ক্রমে এদেশে এসে থাকতে শুরু করেন।
advertisement
9/9
ভারতে রোড় কমিউনিটি-র জনসংখ্যা এখন প্রায় ।৮ লাখ। পাকিস্তানের সঙ্গে এখন অবশ্য আর নীরজের পরিবারের কারও কোনও সম্পর্ক নেই।