TRENDING:

IND vs ENG: পঞ্চম টেস্টে ভারতীয় দল থেকে বাদ ৪ তারকা! একাদশে কারা পাচ্ছে সুযোগ? সবথেকে বড় চমক!

Last Updated:
Jasprit Bumrah Rishabh Pant OUT 4 Players IN Indias Likely Playing XI For 5th Test: ভারত-ইংল্যান্ড শেষ টেস্ট ওভালে ৩১ জুলাই থেকে হবে। এই ম্যাচে ভারতীয় দলের একাদশে অন্তত চারটি পরিবর্তন করতে পারে।
advertisement
1/11
পঞ্চম টেস্টে ভারতীয় দল থেকে বাদ ৪ তারকা! একাদশে কারা পাচ্ছে সুযোগ? সবথেকে বড় চমক!
ম্যাঞ্চেস্টার টেস্টে শেষ ২ দিন ভারতের ঐতিহাসিক লড়াইয়ের সাক্ষী থেকেছে ক্রিকেট বিশ্ব। কেএল রাহুল, শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দরের লড়াকু ইনিংসের সৌজন্য হারা ম্যাচ ড্র করে ভারত। একইসঙ্গে সিরিজে বাঁচিয়ে রাখে ভারতের আশা।
advertisement
2/11
ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফির পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচটি লন্ডনের ওভাল মাঠে ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এই ম্যাচে ভারতীয় টিম ম্যানেজমেন্ট প্রথম একাদশে অন্তত চারটি পরিবর্তন করতে পারে।
advertisement
3/11
চতুর্থ টেস্টের প্রথম দিনে পায়ের চোট পাওয়ার কারণে ঋষভ পন্থ লন্ডনের ম্যাচে খেলতে পারবেন না। তার স্থানে ধ্রুব জুরেল উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলার সুযোগ পাচ্ছেন তা একপ্রকার নিশ্চিত।
advertisement
4/11
বিসিসিআই রবিবার তামিলনাড়ুর উইকেটকিপার-ব্যাটার নারায়ণ জগদীশনকে পন্থের বদলি হিসেবে ভারতের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। তবে ধ্রুব জুরেলের তুলনায় তিনি একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম।
advertisement
5/11
বিশ্বসেরা টেস্ট বোলার জসপ্রীত বুমরাহের এই সিরিজে তিনটি টেস্ট ম্যাচ খেলার পরিকল্পনায় ছিল। তিনি ইতিমধ্যেই প্রথম চারটির মধ্যে তিনটি খেলে ফেলেছেন। ফলে তাঁকে ওভালে পঞ্চম টেস্টে বিশ্রাম দেওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে।
advertisement
6/11
ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল ও প্রধান কোচ গৌতম গম্ভীরকে ম্যাচ-পরবর্তী প্রেস কনফারেন্সে বুমরাহর উপলব্ধতা নিয়ে প্রশ্ন করা হলে তারা কোনো স্পষ্ট উত্তর দেননি।
advertisement
7/11
অকাশ দীপ দ্বিতীয় টেস্টে বুমরাহর বদলি হিসেবে খেলেছিলেন এবং তিনি ইংল্যান্ডের ১০টি উইকেট নেন। পঞ্চম টেস্টেও তিনি আবার দলে ফিরতে পারেন। ইনজুরির কারণে তিনি চতুর্থ টেস্টে খেলতে পারেননি। সেই ম্যাচে শার্দুল ঠাকুর ও অংশুল কাম্বোজ খেলেছিলেন। কিন্তু দুজনেই বল হাতে কার্যকর হতে পারেননি।
advertisement
8/11
তাদের দুর্বল পারফরম্যান্সের কারণে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কুলদীপ যাদবকে প্রায় নয় মাস পর আবার টেস্ট একাদশে ফেরাতে পারে। কুলদীপ খেলানোর পক্ষে লাগাতার সওয়াল করে চলেছেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ।
advertisement
9/11
নতুন মুখ হিসেবে বাঁ-হাতি পেসার অর্শদীপ সিং-কে অভিষেক করাতে পারে। অর্শদীপ, যিনি ভারতের টি-টোয়েন্টি দলে সর্বোচ্চ উইকেটশিকারি, ম্যাঞ্চেস্টারে খেলার সম্ভাবনায় ছিল, কিন্তু প্র্যাকটিস সেশনে ইনজুরির কারণে শেষমেশ খেলতে পারেননি।
advertisement
10/11
ভারতের টপ অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা নেই। চতুর্থ টেস্টে দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের অপরাজিত শতরান ব্যাটিং গভীরতা এনে দিয়েছে। তাই বাড়তি অলরাউন্ডার খেলানোর প্রয়োজন দেখা যাচ্ছে না। তাই ভারতের সম্ভাব্য পরিকল্পনা হলো ওভালে তিন পেসার ও এক অলরাউন্ডারের বদলে চারজন স্পেশালিস্ট বোলার নিয়ে খেলা।
advertisement
11/11
ওভালে পঞ্চম টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ : যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেটকিপার), কুলদীপ যাদব, অর্শদীপ সিং / জসপ্রীত বুমরাহ, অকাশ দীপ, মহম্মদ সিরাজ।
বাংলা খবর/ছবি/খেলা/
IND vs ENG: পঞ্চম টেস্টে ভারতীয় দল থেকে বাদ ৪ তারকা! একাদশে কারা পাচ্ছে সুযোগ? সবথেকে বড় চমক!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল