TRENDING:

IND vs ENG: ভারতীয় দল থেকে বাদ ৩ তারকা! ম্যাঞ্চেস্টারে ডু অর ডাই ম্যাচ, কারা পাচ্ছে সুযোগ?

Last Updated:
Jasprit Bumrah Rishabh Pant Out 3 Players In Indias Likely Playing XI For 4th Test Against England: ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টে ভারতের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে এখন থেকেই জল্পনা শুরু গিয়েছে। একাদশে একাধিক পরিবর্তন হতে পারে।
advertisement
1/8
IND vs ENG: ভারতীয় দল থেকে বাদ ৩ তারকা! ম্যাঞ্চেস্টারে ডু অর ডাই ম্যাচ, কারা পাচ্ছে সুযোগ?
লর্ডস টেস্টে অনেক লড়াই করেও তীরে গিয়ে তরী ডুবেছে ভারতীয় দলের। সিরিজের বাকি দুটি টেস্ট টিম ইন্ডিয়ার কাছে ডু অর ডাই। ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টার ওল্ড ট্রাফর্ডে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট।
advertisement
2/8
ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টে ভারতের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে এখন থেকেই জল্পনা শুরু গিয়েছে। ম্যাঞ্চেস্টারে ভারতীয় দল একাদশে একাধিক পরিবর্তন আনতে পারে। বিশ্বের এক নম্বর টেস্ট বোলার জসপ্রীত বুমরাহকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে, তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য।
advertisement
3/8
সিরিজ শুরুর আগে চিফ সিলেক্টর অজিত আগারকর, হেড কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শুভমান গিল এবং বুমরাহ নিজেও নিশ্চিত করেছিলেন যে তিনি ইংল্যান্ডে তিনটি টেস্ট খেলবেন। যেহেতু তিনি এখন পর্যন্ত তিনটির মধ্যে দুটি ম্যাচ খেলেছেন, তাই ম্যাঞ্চেস্টারে তিনি না খেলে লন্ডনের দ্য ওভালে ৩১ জুলাই থেকে ৪ অগআস্ট শেষ টেস্টে খেলার সম্ভাবনাই বেশি।
advertisement
4/8
বুমরাহ ছাড়াও, উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থও ম্যাঞ্চেস্টার টেস্টে না খেলতে পারেন। লর্ডস টেস্টের প্রথম দিনে তিনি আঙুলে চোট পান, যার ফলে প্রথম ইনিংসে ৩৪ ওভারের পর তিনি আর কিপিং করতে পারেননি। তাঁর চোটের অবস্থা এখনও স্পষ্ট নয়। যদি তিনি খেলতে না পারেন, তাহলে তাঁর পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন ধ্রুব জুরেল।
advertisement
5/8
২৪ বছর বয়সি আগ্রার এই উইকেটকিপার তৃতীয় টেস্টে গ্লাভস হাতে ভালো পারফর্ম করেছেন এবং এখন পর্যন্ত চারটি টেস্টে ছয় ইনিংসে মোট ২০২ রান করেছেন। তাঁর সর্বোচ্চ টেস্ট স্কোর ৯০, যা তিনি গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধেই রাঁচিতে করেছিলেন।
advertisement
6/8
আরও এক খেলোয়াড় যিনি ম্যানচেস্টার টেস্টের একাদশ থেকে বাদ পড়তে পারেন, তিনি হলেন করুণ নায়ার। ৩৩ বছর বয়সি এই ডানহাতি ব্যাটার তিনটি ম্যাচে ব্যাট হাতে এখনো ভালো কিছু করতে পারেননি। তাঁর জায়গায় একাদশে ফিরতে পারেন সাই সুদর্শন। যিনি লিডসে প্রথম টেস্ট খেলেছিলেন কিন্তু পরবর্তী দুই ম্যাচে বাদ পড়েন।
advertisement
7/8
আকাশ দীপ তৃতীয় টেস্টে মাত্র একটি উইকেট নিতে পেরেছিলেন, তবে যদি বুমরাহ বিশ্রামে যান, তাহলে তিনিই একাদশে থাকতে পারেন। প্রসিদ্ধ কৃষ্ণ, শার্দুল ঠাকুর, অর্শদীপ সিং ও কুলদীপ যাদব — এই চারজন বোলার ভারতের ইংল্যান্ড সফরের টেস্ট স্কোয়াডে আছেন, এবং ম্যাঞ্চেস্টার টেস্টে বুমরাহর জায়গায় অর্শদীপ সিং দলে আসতে পারেন। বাঁহাতি পেসার দলে সুযোগ পেলে পেস অ্যাটাকে ভ্যারাইটি আসতে পারে।
advertisement
8/8
ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন / অভিমন্যু ঈশ্বরন, শুভমান গিল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, আকাশ দীপ, মহম্মদ সিরাজ।
বাংলা খবর/ছবি/খেলা/
IND vs ENG: ভারতীয় দল থেকে বাদ ৩ তারকা! ম্যাঞ্চেস্টারে ডু অর ডাই ম্যাচ, কারা পাচ্ছে সুযোগ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল