TRENDING:

Jasprit Bumrah Net Worth: ৫ বছর বয়সে বাবার মৃত্যু, জুতো-জামা কেনারও টাকা ছিল না...সেই বুমরা এখন বছরে কত রোজগার করে জানেন?

Last Updated:
২০২১ সালে স্পোর্টস অ্যাঙ্কর সঞ্জনা গণেশনকে বিয়ে করেন বুমরাহ৷ গত বছরের ৪ সেপ্টেম্বর তাঁদের ফুটফুটে একটি ছেলে হয়৷ নাম রাখেন অঙ্গদ।
advertisement
1/8
জুতো-জামা কেনারও টাকা ছিলনা! সেই বুমরার এখন বছরে কত রোজগার? জানলে মাথা ঘুরে যাবে
১৯৯৩ সালের ৬ ডিসেম্বর গুজরাতের আহমেদাবাদে জন্ম৷ ৫ বছর বয়সেই হারিয়েছিলেন বাবাকে। মা ছিলেন পেশায় শিক্ষিকা৷ শিক্ষিকার সেই সামান্য বেতনেই তাঁর মা তাঁকে লালন-পালন করেন।
advertisement
2/8
বাবা অকালে চলে যাওয়ায় ছোটবেলাটা অত্যন্ত অর্থকষ্টে কেটেছিল এই ক্রিকেটারের৷ তাঁর মায়ের পক্ষেও ছেলেকে ঠিকঠাক ভাবে মানুষ করা ছিল রীতিমতো একটা চ্যালেঞ্জ৷ একটা সময় ছিল, যখন একটা টি-শার্ট এবং এক জোড়া জুতো কেনারও টাকা ছিল না তাঁদের৷
advertisement
3/8
ছোটবেলার সেই কঠিন সময়ের বর্ণনা দিতে গিয়ে ওই ক্রিকেটার একসময় বলেছেন, ‘‘আমাদের যে কোনও কিছু কিনতেই কষ্ট করতে হত। আমার এক জোড়া জুতো এবং আর একটা টি-শার্ট ছিল খেলার জন্য৷ বাড়তি টি-শার্ট কিংবা জুতো কেনার ক্ষমতা ছিল না৷ তাই আমাকে প্রতিদিন ওই একটাই টি-শার্ট ধুয়ে আবার পরের দিন পরতে হত।’’
advertisement
4/8
কথা হচ্ছে টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার জসপ্রীত বুমরার৷ বিভিন্ন রিপোর্ট অনুসারে, ৩০ বছর বয়সি এই বোলারের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫৫ কোটি টাকা বলে অনুমান। বুমরার বার্ষিক রোজগার শুনলে মাথা ঘুরে যাবে৷
advertisement
5/8
বল নতুন হোক বা পুরনো, উইকেট নেওয়া বুমরার বাঁয়ে হাত কা খেল! বর্তমানে তিনি BCCI A+ ক্যাটাগরির খেলোয়াড়। A+ ক্যাটেগরির প্রত্যেক খেলোয়াড় BCCI থেকে বার্ষিক বেতন হিসেবে পায় ৭ কোটি টাকা। এর পাশাপাশি প্রতিটা টেস্টের জন্য ১৫ লক্ষ টাকা দেওয়া হয় তাঁদের৷ প্রতি ওয়ানডে-তে ৬ লাখ এবং প্রতি টি-টোয়েন্টির জন্য ৩ লাখ টাকা পান A+ ক্যাটেগরির ক্রিকেটাররা। এছাড়াও, বুমরাহ আইপিএল ফি এবং বিজ্ঞাপনের মাধ্যমে প্রচুর আয় করেন।
advertisement
6/8
২০২১ সালে স্পোর্টস অ্যাঙ্কর সঞ্জনা গণেশনকে বিয়ে করেন বুমরাহ৷ গত বছরের ৪ সেপ্টেম্বর তাঁদের ফুটফুটে একটি ছেলে হয়৷ নাম রাখেন অঙ্গদ।
advertisement
7/8
বর্তমানে প্রতিটি বিজ্ঞাপনের জন্য ১.৫ থেকে ২ কোটি টাকা নিয়ে থাকেন বুমরাহ। মুম্বই ছাড়াও আহমেদাবাদে তাঁর বিলাসবহুল বাড়ি রয়েছে। মুম্বইতে তাঁর অ্যাপার্টমেন্টের দাম ২ কোটি টাকা এবং আহমেদাবাদে তাঁর বাড়ির দাম প্রায় ৩ কোটি। বাড়িতে একটি জিমও তৈরি করেছেন তিনি।
advertisement
8/8
গাড়ি কেনার শখ রয়েছে বুমরাহর৷ বর্তমানে তাঁর কাছে ২.৫ কোটি টাকার বেশি মূল্যের Mercedes-Benz S560, প্রায় ২.১৭ কোটি টাকার নিসান GTR, ৯০ লাখ টাকার রেঞ্জ রোভার ভেলার এবং প্রায় ২৫ লাখ টাকার টয়োটা ইনোভা ক্রিস্টা রয়েছে৷ এছাড়াও, রয়েছে মারুতি ডিজিয়ার।
বাংলা খবর/ছবি/খেলা/
Jasprit Bumrah Net Worth: ৫ বছর বয়সে বাবার মৃত্যু, জুতো-জামা কেনারও টাকা ছিল না...সেই বুমরা এখন বছরে কত রোজগার করে জানেন?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল