আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না বুমরাহ! কী পরিস্থিতি চোটের? বড় আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Jasprit Bumrah: অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর সিরিজে ভারতীয় দলের পেস অ্যাটাককে কার্যত একার হাতে টেনেছেন জসপ্রীত বুমরাহ। সিরিজে মোট ৩২টি উইকেট শিকার করেছেন তিনি।
advertisement
1/6

অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর সিরিজে ভারতীয় দলের পেস অ্যাটাককে কার্যত একার হাতে টেনেছেন জসপ্রীত বুমরাহ। সিরিজে মোট ৩২টি উইকেট শিকার করেছেন তিনি।
advertisement
2/6
কিন্তু সিডনিতে শেষ ম্যাচে প্রথম ইনিংসের মাঝে চোটের কারণে মাঠ ছেড়েছিলেন বুম-বুম। হাসপাতালেও নিয়ে যেতে হয় বুমরাহকে। দ্বিতীয় ইনিংসে বলও করতে পারেননি বুমরাহ।
advertisement
3/6
এরপরই জসপ্রীত বুমরাহের চোট নিয়ে শুরু হয় জল্পনা। কতটা গুরুতর তাঁর চোট সে সম্পর্কেও দলের তরফে কিছু জানানো হয়নি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বুমরাহর থাকার সম্ভাবনা একেবারেই কম।
advertisement
4/6
তবে গ্রেড-১ ইনজুরির ক্ষেত্রে দুই থেকে তিন সপ্তাহের মাঝেই পুনর্বাসনে ফিরতে পারবেন বুমরাহ। যদি গ্রেড-২ ইনজুরি হয়, তবে সেরে উঠতেই অন্তত ৬ সপ্তাহ দরকার হবে তার।
advertisement
5/6
আর গ্রেড-৩ এর ক্ষেত্রে অন্তত ৩ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। সেক্ষেত্রে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ছিটকে যাবেন তিনি। ধারণা করা হচ্ছে, গ্রেড-২ ধরণের ইনজুরিতেই পড়েছেন বুমরাহ।
advertisement
6/6
গ্রেড-২ ইনজুরি হলে সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারবেন না জসপ্রীত বুমরাহ। আর তা যদি হয় ভারতের পক্ষে বড় ধাক্কা হতে চলেছে।