IND vs ENG: প্রথম দল থেকে বাদ একের পর এক তারকা! লর্ডসে মেগা চমক দিতে চলেছে ভারত! জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India Likely Playing xi For Lords Test: বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৩৬ রানের স্মরণীয় জয় পেয়েছে ভারত। তাসত্ত্বেও ভারতের দল তৃতীয় টেস্টে একাধিক পরিবর্তন করতে পারে।
advertisement
1/7

বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৩৬ রানের স্মরণীয় জয় পেয়েছে ভারত। তাসত্ত্বেও ভারতের দল তৃতীয় টেস্টে একাধিক পরিবর্তন করতে পারে। ভারত ও ইংল্যান্ডের পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টেস্ট লর্ডসে ১০ থেকে ১৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। স্টার পেসার জসপ্রীত বুমরাহর ফেরা একপ্রকার নিশ্চিত। প্রথম দুই টেস্টে প্রচুর রান খরচ করা প্রসিদ্ধ কৃষ্ণাকে একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে।
advertisement
2/7
বিশ্বের এক নম্বর টেস্ট বোলার জসপ্রীত বুমরাহ "ক্রিকেটের মক্কা" লর্ডস টেস্টে ফিরে আসার জন্য তৈরি। ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল রবিবার ম্যাচ-পরবর্তী প্রেজেন্টেশনে বুমরাহর ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। আহমেদাবাদের ৩১ বছর বয়সী এই পেসার নিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বার্মিংহাম টেস্টে খেলেননি।
advertisement
3/7
বুমরাহর অনুপস্থিতিতে আকাশ দীপ দ্বিতীয় ম্যাচে খেলেন এবং প্রথম ইনিংসে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে মোট ১০ উইকেট দখল করেন। ফলে বিহারের ২৭ বছর বয়সী এই পেসার বাকি তিনটি ম্যাচের জন্য নিজেকে দলে অপরিহার্য করে তুলেছেন। বুমরাহ তৃতীয় টেস্টে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় একাদশে আসাটা একপ্রকার নিশ্চিত।
advertisement
4/7
প্রসিদ্ধ ছাড়াও অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি ও করুন নায়ারকে লর্ডস টেস্টে একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে। নীতীশের জায়গায় কুলদীপ যাদব বা অর্শদীপ সিংকে অন্তর্ভুক্ত করা যেতে পারে। বার্মিংহাম টেস্টের দ্বিতীয় ইনিংসে শুভমান গিল তাঁকে বল করাননি এবং ব্যাটিংয়ে তিনি দুই ইনিংসে মিলিয়ে মাত্র ১ রান করেন।
advertisement
5/7
কুলদীপ বা অর্শদীপের অন্তর্ভুক্তি ভারতের বোলিং ইউনিটকে আরও শক্তিশালী করে তুলবে। রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ে দারুণ পারফর্ম করেছেন। তাই তিনজন অলরাউন্ডার না রেখে আরও একজন বিশেষজ্ঞ বোলার খেলানোই যুক্তিযুক্ত হবে।
advertisement
6/7
করুণ নায়ার প্রথম টেস্টে ০ এবং ২০ রান এবং দ্বিতীয় টেস্টে ৩১ ও ২৬ রান করেন। তাঁকে বসিয়ে ফের বি সাই সুদর্শনের জন্য একাদশে সুযোগ দেওয়া হতে পারে। যদিও এই সম্ভাবনা কম। এছাড়াও ধ্রুব জুরেল ও অভিমন্যু ঈশ্বরণ ভারতীয় ১৮ সদস্যের স্কোয়াডে রয়েছেন এবং তাঁদের নামও বিবেচনায় আসতে পারে।
advertisement
7/7
ভারতের সম্ভাব্য প্লেয়িং একাদশ:যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, করুণ নায়ার / সাই সুদর্শন / অভিমন্যু ঈশ্বরন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব / অর্শদীপ সিং, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ।