TRENDING:

Jasprit Bumrah: বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে বড় নজির গড়লেন বুমরাহ! কামিন্সের সঙ্গে বসলেন একই আসনে

Last Updated:
Jasprit Bumrah: বিশ্বের এক নম্বর টেস্ট বোলার জসপ্রীত বুমরাহ ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস-এ অনুষ্ঠিত তৃতীয় টেস্টে ভারতের বোলিংকে সামনে থেকে নেতৃত্ব দেন।
advertisement
1/5
বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে বড় নজির গড়লেন বুমরাহ! কামিন্সের সঙ্গে বসলেন একই আসনে
বিশ্বের এক নম্বর টেস্ট বোলার জসপ্রীত বুমরাহ ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস-এ অনুষ্ঠিত তৃতীয় টেস্টে ভারতের বোলিংকে সামনে থেকে নেতৃত্ব দেন। প্রথম ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে বিশ্রাম নিয়ে লর্ডসে ফিরেই ফের একবার ফাইফার বুমরাহের পকেটে। ইংল্যান্ডের ব্যাটিংকে কার্যত একার হাতেই ধসিয়ে দেন জসপ্রীত বুমরাহ।
advertisement
2/5
লর্ডস টেস্টের প্রথম দিন একটি উইকেট নিয়েছিলেন বুমরাহ। দ্বিতীয় দিনে জ্বলে ওঠেন তিনি। বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিনে তিনি বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটার হ্যারি ব্রুককে (১১ রান) আউট করে নিজের উইকেটের খাতা খুলেছিলেন। এরপর শুক্রবার সকালে তিনি আরও তিনটি উইকেট শিকার করেন। বেন স্টোকসের উইকেট দিয়ে দ্বিতীয় দিনে খাতা খোলেন তিনি।
advertisement
3/5
লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে বুমরাহ প্রথমে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে আউট করেন। ৮৬তম ওভারের দ্বিতীয় বলে স্টোকসকে বোল্ড করেন তিনি। এরপর নিজের পরবর্তী ওভারের (৮৮তম) প্রথম বলেই ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক জো রুটকে বোল্ড করেন। রুট ১৯৯ বলে ১০টি চারের সাহায্যে ১০৪ রান করেন।
advertisement
4/5
এই উইকেটটি বুমরাহকে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের রেকর্ড ছুঁতে সাহায্য করে। রুটকে টেস্টে সবচেয়ে বেশি ১১ বার আউট করেছেন তাঁরা দুজনেই। বিশ্ব ক্রিকেটে আর কোনো বোলার জো রুটকে এতবার আউট করতে পারেননি। দ্বিতীয় স্থানে আছেন জশ হ্যাজেলউড, যিনি রুটকে ১০ বার আউট করেছেন।
advertisement
5/5
রুটের পরের বলেই বুমরাহ আউট করেন অলরাউন্ডার ক্রিস ওকসকে, যিনি প্রথম বলেই আউট হন। ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। লাঞ্চের পর জোফ্রা আর্চারকে আউট করে পাঁচ উইকেট পূরণ করেন বুমরাহ।
বাংলা খবর/ছবি/খেলা/
Jasprit Bumrah: বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে বড় নজির গড়লেন বুমরাহ! কামিন্সের সঙ্গে বসলেন একই আসনে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল