Jasprit Bumrah and Sanjana Vacation: ক্রিকেট থেকে অনেক দূরে স্ত্রী সঞ্জনাকে নিয়ে নীল সমুদ্রে হারালেন বুমরাহ
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Jasprit Bumrah along with wife Sanjana Ganesan enjoys romantic holiday. ক্রিকেট থেকে অনেক দূরে সঞ্জনাকে নিয়ে নীল সমুদ্রে বুমরাহ
advertisement
1/7

ব্যক্তিগত ইয়োট নিয়ে দুর্দান্ত কিছু মুহূর্ত কাটালেন ভারতীয় ক্রিকেটের এই নতুন পাওয়ার কাপল। সকলের উদ্দেশ্যে ভালোবাসা উজাড় করে দিলেন
advertisement
2/7
একঘেয়ে ক্রিকেটের থেকে কিছুটা মুক্তির বাতাস খুঁজে নিচ্ছেন বুমরাহ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হার হলেও বল হাতে নিজেকে উজাড় করে দিয়েছিলেন তিনি। কিছুটা ব্যাটারি রিচার্জ করে নেওয়ার মতো মনটাকে ভাল করে নেওয়ার চেষ্টায়
advertisement
3/7
দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন ন্যাশনাল পার্কে ঘুরতে গিয়েছিলেন দুজনে। রামধনু আকাশ, সবুজ গালিচার মত মাঠ এবং দুরন্ত সবুজ ব্যাকগ্রাউন্ড যেন গ্ল্যামার বাড়িয়ে দিয়েছে বুমরাহ এবং সঞ্জনার
advertisement
4/7
বেশিদিন আগের কথা নয়। ইংলিশ প্রিমিয়ার লিগ দেখতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে হাজির ছিলেন বুমরাহ এবং সঞ্জনা। ক্রিকেটের বাইরে ফুটবলের ভক্ত ভারতীয় পেসার
advertisement
5/7
শুধু ফুটবল ম্যাচ নয়, উইম্বলডন টেনিস দেখতেও সেন্টার কোর্টে হাজির ছিলেন বুমরাহ ও সঞ্জনা। রজার ফেডেরার প্রিয় তারকা ভারতীয় পেসারের। সুযোগ পেলেই চোখ রাখেন টেনিস টুর্নামেন্টে
advertisement
6/7
সোশ্যাল মিডিয়ায় স্ত্রী সঞ্জনার সঙ্গে প্রায়ই ছবি পোস্ট করে থাকেন বুমরা হ। ক্রিসমাস হোক বা বড়দিন, ছবি পোস্ট করতে ভুল হয় না বুমরাহ এবং সঞ্জনার
advertisement
7/7
সঞ্জনা তার স্ত্রীর থেকেও বেশি ভাল বন্ধু দাবি করেন বুমরাহ। নিজে যেহেতু পেশায় স্পোর্টস উপস্থাপক তাই খেলোয়াড়দের মানসিকতা, ওঠাপড়ার সঙ্গে মানিয়ে নিতে পারেন সঞ্জনা