TRENDING:

James Anderson: দরকার আর ১৩টা উইকেট, তাহলেই বিশ্বের প্রথম পেসার হিসেবে এই নয়া রেকর্ডের মালিক হবেন জেমস অ্যান্ডারসন

Last Updated:
James Anderson Needs 13 Wickets More: অ্যান্ডারসনের ঝুলিতে টেস্টে এখনও পর্যন্ত ৭০০ উইকেট ৷ ওয়ান ডে-তে ২৬৯টি উইকেট এবং টি২০-তে নিয়েছেন ১৮টি উইকেট ৷ অর্থাৎ সবমিলিয়ে ৯৮৭টি উইকেট নিয়েছেন তিনি ৷
advertisement
1/6
দরকার আর ১৩টা উইকেট, তাহলেই এই নয়া রেকর্ডের মালিক হবেন জেমস অ্যান্ডারসন
আর বাকি মাত্র কয়েকটা দিন ৷ তারপরেই শেষ হয়ে যাবে জেমস অ্যান্ডারসনের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার ৷ নিজের দীর্ঘ কেরিয়ারে অনেক রেকর্ডই গড়তে সফল ৪১ বছরের ইংল্যান্ডের পেসার ৷ এবার আরও একটা রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি ৷ Photo Courtesy: ICC
advertisement
2/6
৪১ বছরের পেসার ম্যাচের আগে বলেই দিলেন, অবসর নেওয়ার কোনও ভাবনা তাঁর ছিল না। বুধবার থেকেই ঐতিহাসিক লর্ডসে শুরু হয়েছে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ। এই ম্যাচেই শেষবারের জন্য আন্তর্জাতিক ম্যাচে খেলতে নামলেন জেমস অ্যান্ডারসন। Photo: AP
advertisement
3/6
বিদায় লগ্নে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অ্যান্ডারসন। চোখ মুখে ছিল বিষন্নতার ছাপ। এখনও যে তিনি খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন তা স্পষ্ট হয়ে গিয়েছিল ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনেই। Photo: AP
advertisement
4/6
২০০৩ সালে ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় অ্যান্ডারসনের ৷ তাঁর সামনে এখন বিশ্বের প্রথম ফাস্ট বোলার হিসেবে ১০০০ উইকেটের মাইলস্টোনের হাতছানি ৷ এই টেস্টে আরও ১৩টা উইকেটে নিতে পারলেই ক্রিকেটের সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে ১০০০ উইকেটের মালিক হবেন অ্যান্ডারসন ৷ Photo: AP
advertisement
5/6
অ্যান্ডারসনের ঝুলিতে টেস্টে এখনও পর্যন্ত ৭০০ উইকেট ৷ ওয়ান ডে-তে ২৬৯টি উইকেট এবং টি২০-তে নিয়েছেন ১৮টি উইকেট ৷ অর্থাৎ সবমিলিয়ে ৯৮৭টি উইকেট নিয়েছেন তিনি ৷ Photo: AP
advertisement
6/6
লর্ডসে অবিশ্বাস্য কোনও পারফরম্যান্স ঘটালেই ১০০০ উইকেটের মালিক হতে পারেন অ্যান্ডারসন ৷ এর আগে এই কীর্তি রয়েছে শুধুমাত্র দুই বোলারের ৷ তাঁরা হলেন মুথাইয়া মুরলীধরন এবং শেন ওয়ার্ন ৷ তবে তাঁরা দু’জনেই স্পিনার হওয়াতে অ্যান্ডারসনের সামনে এখন বিশ্বের প্রথম পেসার হিসেবে এই রেকর্ড গড়ার হাতছানি ৷ Photo: AP
বাংলা খবর/ছবি/খেলা/
James Anderson: দরকার আর ১৩টা উইকেট, তাহলেই বিশ্বের প্রথম পেসার হিসেবে এই নয়া রেকর্ডের মালিক হবেন জেমস অ্যান্ডারসন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল