ISL Format Change: কাটছাঁট হচ্ছে শিডিউল, বদলে যাচ্ছে আইএসএলের ফর্মাট, রইল সব খবরাখবর
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
ISL Format Change: প্রত্যেক ক্লাব কিছু হোম ম্যাচ খেলবে ও কিছু অ্যাওয়ে ম্যাচ খেলবে। আইএসএলে এবার নতুন নিয়ম
advertisement
1/4

কলকাতা: ISL দিনক্ষণ চূড়ান্ত হলেও ছোট হচ্ছে ফরম্যাট। সময়ের অভাবে এবারের টুর্নামেন্টের ফরম্যাট পরিবর্তন। ১৪ দল প্রত্যেক দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। ম্যাচগুলি হবে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে। তারপর আগের মতোই নকআউট।
advertisement
2/4
প্রত্যেক ক্লাবকে কিছু হোম ম্যাচ খেলবে ও কিছু অ্যাওয়ে ম্যাচ খেলবে। মোট ৯১টি ম্যাচ। ক্লাবগুলি ঠিক করবে কোন ম্যাচ তাঁরা হোম এবং কোন ম্যাচ অ্যাওয়ে খেলতে চায়। লিগ আয়োজনের মোট খরচ ঠিক করা হয়েছে ২৪ কোটি ২৬ লক্ষ টাকা। খরচের মধ্যে এআইএফএফ দেবে ৯ কোটি ৭৭ লক্ষ টাকা।
advertisement
3/4
লিগের স্বার্থে প্রতিটি ক্লাবই ফ্র্যাঞ্চাইজি ফি হিসাবে ১ কোটি টাকার কিছু বেশি দিতে রাজি হয়েছে নিজেদের হোম ম্যাচের খরচও ক্লাব চালাবে।
advertisement
4/4
লিগের কমার্শিয়াল পার্টনার জন্য ফেডারেশন নতুন করে টেন্ডার ডাকবে। সুপ্রিম কোর্টের অনুমতিতে আগের টেন্ডার থেকে নতুন টেন্ডারে কিছু শর্ত শিথিল করা হচ্ছে। বুধবারই শীর্ষ আদালতে টেন্ডারের শর্ত শিথিল করার আবেদন করা হবে। ১০ জানুয়ারি নতুন করে টেন্ডার ডাকা হবে।