ISL Champion Mohun Bagan: ভারতসেরা মোহনবাগানের সেরা ১০টি ছবি, যা সর্বদা হৃদয়ে থেকে যাবে মেরিনার্সদের
- Published by:Sudip Paul
Last Updated:
ISL Champion Mohun Bagan: গোয়ায় স্বপ্নপূরণ হল বিশ্ব জুড়ে জুড়ে কোটি কোটি মোহনবাগান সমর্থকদের। মেগা ফাইনালে নির্ধারিত সময়ের ম্যাচের ফল ছিল ২-২। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে ট্রফি ঘরে তুলল এটিকে মোহনবাগান।
advertisement
1/10

গোয়ায় স্বপ্নপূরণ হল বিশ্ব জুড়ে জুড়ে কোটি কোটি মোহনবাগান সমর্থকদের। এর আগে আই লিগ জিতলেও আইএসএল ট্রফি জয়ের অপেক্ষায় ছিলেন সবুজ-মেরুণ ফ্যানেরা। শনিবার গোয়ায় হল স্বপ্নপূরণ।
advertisement
2/10
রুদ্ধশ্বাস ফাইনালে বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে আরও একবার ভারত সেরা হল মোহনবাগান। আর উপরি পাওনা হিসেবে নামের সামনে থেকে সরে গেল এটিকে-ও। এবার থেকে নাম মোহনবাগান সুপার জায়ান্টস।
advertisement
3/10
২ বছর আগে আইএসএল ফাইনালে উঠলেও সেবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে স্বপ্নপূরণ অধরাই থেকে গিয়েছিল। মেগা ফাইনালে নির্ধারিত সময়ের ম্যাচের ফল ছিল ২-২। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতল তারা।
advertisement
4/10
রুদ্ধশ্বাস ফাইনালে প্রথমার্ধের ১৪ মিনিটে পেনাল্টি থেকে মোহনবাগানকে গোল করে এগিয়ে দেন পেত্রাতোস। প্রথমার্ধের শেষ মুহূর্ত পর্যন্ত সেই লিড ধরে রাখলেও ইনজুরি টাইমে পেনাল্টি পায় বেঙ্গালুরু। গোল করে দলকে সমতায় ফেরান সুনীল ছেত্রী।
advertisement
5/10
দ্বিতীয়ার্ধে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হয়। ম্যাচের ৭৮ মিনিটে হেডে প্রাক্তন দলের বিরুদ্ধে গোল করে বেঙ্গালুরুকে লিড এনে দেন রয় কৃষ্ণা। ৮৫ মিনিটে ফের পেনাল্টি পায় মোহনবাগান। নিজের ও দলের দ্বিতীয় গোল করে ম্যাচে সমতা ফেরান পেত্রাতোস।
advertisement
6/10
এরপর অতিরিক্ত ৩০ মিনিটে দুই দলই একেধিক গোলের সুযোগ তৈরি করলেও আর গোল আসেনি। খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকাতে ৪-৩ ব্যবধানে জেতে মোহনবাগান। বেঙ্গালুরুর ব্রুনো রামিরেজের শট সেভ করেন বিশাল কায়েত ও পাবলো পেরেজ মারেন বাইরে।
advertisement
7/10
ম্যাচে জয়ের পর বাঁধন হারা উল্লাস দেখা যায় মোহনবাগান প্লেয়ার, কোচ, সাপোর্টিং স্টাফদের মধ্যে। গোয়ার উপস্থিত ফ্যানেরাও সবুজ-মেরুণে মশালে রাঙিয়ে তোলো গ্যালারি। উৎসব শুরু হয়ে যায় কলকাতাতেও।
advertisement
8/10
এই মরসুমে অনেক চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে সবুজ-মেরুণ ব্রিগেডকে। তবে দলের উপর বরসা রেখেছিলেন কোচ জুয়ান ফেরান্দো। ফাইনাল জয়ের পর আবেগে ভাসেন বাগান কোচ।
advertisement
9/10
ট্রফি হাতে মোহনবাগান দলের সেই উল্লাসের ছবি ও ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। ঠিক সেই সময়উ সঞ্জীব গোয়েঙ্কা সমর্থকদের আরও সুখবর দেন। জানিয়ে দেন পরের মরসুম থেকে দলের নাম হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস।
advertisement
10/10
রবিবার কলকাতায় ফিরে সিএসসির কর্পোরেট অফিসে সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে। তারপর সেখান থেকে ক্লাবে যাওয়ার কতা রয়েছে। আগামি কয়েকদিন ধরে টানা সেলিব্রেশন চলবে সে কথা বলাই যায়।