TRENDING:

Ishan Kishan: 'অবাধ্য' থেকে হলেন 'ধ্বংসাত্মক'! সেঞ্চুরি করে টি-২০ বিশ্বকাপের একাদশে জায়গা পাকা ইশানের!

Last Updated:
Ishan Kishan: এক সময় 'অবাধ্য়' ছিলেন। দল থেকে বাদ পড়েছিলেন। কিন্তু নিজের ভুল থেকে শিক্ষা নিয়েছেন ও কামব্যাকের জন্য চোয়ালচাপা লড়াই চালিয়ে গিয়েছেন। তবে এমন কামব্যাক হবে তা হয়তো ইশান কিশান নিজেও ভাবতে পারেননি।
advertisement
1/5
'অবাধ্য' থেকে হলেন 'ধ্বংসাত্মক'! সেঞ্চুরি করে টি-২০ বিশ্বকাপের একাদশে জায়গা পাকা ইশানের!
এক সময় 'অবাধ্য়' ছিলেন। দল থেকে বাদ পড়েছিলেন। কিন্তু নিজের ভুল থেকে শিক্ষা নিয়েছেন ও কামব্যাকের জন্য চোয়ালচাপা লড়াই চালিয়ে গিয়েছেন। তবে এমন কামব্যাক হবে তা হয়তো ইশান কিশান নিজেও ভাবতে পারেননি।
advertisement
2/5
ঘরোয়া ক্রিকেটে লাগাতার পারফর্ম করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে সুযোগ পান ভারতীয় দলে। আর সেই সুযোগ এমন কাজে লাগালেন ইশান যে টি-২০ বিশ্বকাপের প্রথম একাদশে তার জায়গা একপ্রকার পাকা।
advertisement
3/5
শেষ টি-২০ ম্যাচে নিজের বিধ্বংসী ফর্ম ধরে রেখে অবিশ্বাস্য ব্যাটিং করেন ইশান কিশান। অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন ফেরার পর একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন তিনি।
advertisement
4/5
নিউজিল্যান্ড বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করেন ইশান। ইশান কিশনা ও সূর্যকুমার যাদব বিধ্বংসী পার্টনারশিপ ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। ১৩৭ রানের পার্টনারশিপ গড়ে ভারতের বড় স্কোরের ভিত রচনা করেন।
advertisement
5/5
৪৩ বলে পূরণ করেন নিজের প্রথম আন্তর্জাতিক টি-২০ সেঞ্চুরি করেন ইশান কিশান। ৪৩ বলে ১০৩ রানে আউট হন ইশান। ১০টি ছয় ও ৬টি চার মারেন তিনি। সিরিজে করেন ৮, ৭৬, ২৮, ১০৩ মোট ২১৫ রানে টি-২০ বিশ্বকাপের প্রথম একাদশে একপ্রকার জায়গা পাকা করে নিলেন ইশান।
বাংলা খবর/ছবি/খেলা/
Ishan Kishan: 'অবাধ্য' থেকে হলেন 'ধ্বংসাত্মক'! সেঞ্চুরি করে টি-২০ বিশ্বকাপের একাদশে জায়গা পাকা ইশানের!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল