TRENDING:

Ishan Kishan: বোর্ডের কাছে কি আর ‘ব্যাড বয়’ নন ইশান কিষাণ, কোন অঙ্ক চলছে পর্দার পিছনে তরুণ তুর্কিকে দলে ঢোকাতে

Last Updated:
Ishan Kishan: ৮৬ বলে শতরান! বুচি বাবু ট্রফিতে ঝলসে উঠলেন ইশান কিশান, এবার টিম ইন্ডিয়ায় সুযোগ মিলবে?
advertisement
1/12
বোর্ডের কাছে কি আর ‘ব্যাড বয়’ নন ইশান কিষাণ, পর্দার পিছনের কোন অঙ্কে দলে ফিরবেন
কলকাতা: মাঝে খানিকটা ট্র্যাক থেকে বিছিন্ন হয়ে পড়েছিলেন৷ তাঁর উপর থেকে বোর্ড আস্থা হারিয়েছিল৷ দেওয়ালে পিঠ ঠেকে গেলে তখন তো ঘুরে দাঁড়াতেই হয়৷ এবার সেই পথেই  এগোলেন ইশান কিষাণ৷
advertisement
2/12
রনজি ট্রফি না খেলায় চলতি বছরের শুরুতেই বিসিসিআই-এর তোপের মুখে পড়েছিলেন ইশান কিষাণ। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয় তাঁকে। স্বাভাবিকভাবেই বাদ পড়েন জাতীয় দল থেকেও। এবার তিনিই ঝলসে উঠলেন ঘরোয়া ক্রিকেটে। ঝাড়খণ্ডের হয়ে ৮৬ বলে সেঞ্চুরি করেন  ইশান কিষাণ।
advertisement
3/12
১৫ অগাস্ট থেকে শুরু হয়েছে বুচি বাবু ট্রফি। ঝাড়খণ্ডের হয়ে মাঠে নেমেছেন বাঁ-হাতি ব্যাটার ইশান কিশান। মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম দিনে তাঁর উইকেটকিপিংয়ে মুগ্ধ করার পর দ্বিতীয় দিনে ব্যাট হাতে সমালোচকদের যাবতীয় জবাব দিলেন তিনি।
advertisement
4/12
ছয় নম্বরে ব্যাট করতে নামেন ইশান কিশান। শুরুতে দেখেশুনে খেলছিলেন। ৬১ বলে অর্ধশতরান করেন। তারপর গিয়ার বদলান। ৮৬ বলে করেন শতরান। ছয় মেরে টপকে যান একশো রানের গণ্ডি। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ১০টি ছক্কায় ইনিংস সাজিয়েছেন ইশান। বাউন্ডারি মেরেছেন পাঁচটি। মোট ১০৭ বলে করেছেন ১১৪ রান।
advertisement
5/12
জানা গিয়েছে, বুচি বাবু ট্রফির পর ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা দলীপ ট্রফিতেও নামবেন ইশান কিশান। ইন্ডিয়া ডি স্কোয়াডেও রাখা হয়েছে তাঁকে। এই দলের নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স আইয়ার।
advertisement
6/12
শ্রেয়স আইয়ার ইতিমধ্যেই গৌতম গম্ভীরের বদান্যতায় জাতীয় দলে ফিরে এসেছেন৷  এবার কি নিজের বন্ধুদের দলে ঢোকানোর পথ তৈরি করছেন শ্রেয়স৷ কারণ শ্রেয়স এবং ইশান কিষাণের বন্ধুত্ব একেবারে অন্য ধাঁচের৷
advertisement
7/12
একসঙ্গে শুধু পার্টি করেন সেটাই নয়, একইসঙ্গে জাতীয় দলে না খেলার সিদ্ধান্ত, বোর্ডের ফতোয়া সত্ত্বেও রনজি ট্রফিতে না খেলা এই ধরণের সিদ্ধান্তও শ্রেয়স ও ইশান একইসঙ্গেই৷
advertisement
8/12
গৌতম গম্ভীর যেহেতু কেকেআরের মেন্টর ছিলেন তাই বোর্ডের বার্ষিক চুক্তিতেও না থাকা সত্ত্বেও আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়ককে নিজের প্রথম কোচিংয়ের দায়িত্ব পাওয়া সফরেই দলে নিয়ে নেন৷
advertisement
9/12
এবার বোর্ডের ফতোয়া সুড়সুড় করে মানছেন সব জুনিয়ররা৷ আর বুচিবাবুর মতো একেবারে ঘরোয়া টুর্নামেন্টে ভাল খেলে ফের একবার জাতীয় দলের দরজায় ঠকঠক করবেন ইশান কিষাণও৷ 
advertisement
10/12
একটা সময় ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন ইশান। বিরাট কোহলির অধিনায়কত্বে ২০২১সালের টি২০ বিশ্বকাপে খেলেছেন। তবে সেবার সুপার ৮-এর উঠতে পারেনি টিম ইন্ডিয়া। ২০২৩ সালের ৮ অক্টোবর ওয়ান ডে বিশ্বকাপে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুযোগ পেয়েছিলেন। কিন্তু খাতা খুলতে ব্যর্থ হন এই বাঁ-হাতি ব্যাটার।
advertisement
11/12
২০২৩ সালের নভেম্বরে গুয়াহাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে শেষ বার ভারতের জার্সিতে মাঠে নেমেছিলেন ইশান কিশান। গত বছর ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়িয়েছিলেন। তারপর চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে আর জায়গা পাননি।
advertisement
12/12
ইশান কিশানকে নিয়ে বিতর্ক শুরু হয় এরপর থেকেই। খামখেয়ালি এবং অবাধ্য আখ্যা দেওয়া হয় তাঁকে। তবে তাঁর মধ্যে প্রতিভার যে কমতি নেই, সেটা এক বাক্যে স্বীকার করেন তাবড় ক্রিকেট বিশেষজ্ঞরা। বুচি বাবু ট্রফিতে সেই প্রতিভারই ঝলক দেখালেন ইশান কিশান। এখন প্রশ্ন হল, এবার কী টিম ইন্ডিয়ায় সুযোগ মিলবে?
বাংলা খবর/ছবি/খেলা/
Ishan Kishan: বোর্ডের কাছে কি আর ‘ব্যাড বয়’ নন ইশান কিষাণ, কোন অঙ্ক চলছে পর্দার পিছনে তরুণ তুর্কিকে দলে ঢোকাতে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল