Ishan Kishan: ভাগ্য চরম মন্দ হলে কী আর হয়! বোর্ডের নজরে গুডবয় হওয়ার পথে প্রথম বাধা, ছিটকে গেলেন দলীপ ট্রফি থেকে, শিকে ছিঁড়ল এই ক্রিকেটারের কপালে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ishan Kishan and Surya Kumar Yadav Injury: ঘরোয়া টুর্নামেন্টে খেলতে গিয়ে চোটের পর চোট, দলীপ ট্রফিতে নাম কাটা গেল, তবে আবার সুযোগ মিলল অন্যদের...
advertisement
1/5

Ishan Kishan: ভারতীয় বোর্ডের কাছে ব্যাড বয় হয়ে যাওয়া ইশান কিষাণ এবার গুডবয় হতে চেষ্টা করছিলেন কিন্তু ভাগ্য সঙ্গ না দিলে কার কীই বা করার থাকতে পারে৷ দলীপ ট্রফি
advertisement
2/5
দলীপ ট্রফির প্রথম ম্যাচ থেকে বাদ পড়া প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল৷ বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান ইশান কিষাণ ইনজুরির কারণে প্রাথমিক ম্যাচ মিস করছেন কুঁচকির চোটের কারণে৷
advertisement
3/5
বোর্ড জানিয়েছে বুচিবাবু টুর্নামেন্টে খেলার সময়েই এই চোট লাগে ইশান কিষাণের৷ ফলে তাঁর ভাল বন্ধু শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে দলীপ ট্রফি ম্যাচে ভারত ডি দলে নির্বাচিত হয়েও খেলা হচ্ছে না ইশান কিষাণের৷
advertisement
4/5
বুধবার গভীর রাতে ভারতীয় ক্রিকেট বোর্ড ইশানের জায়গায় ইন্ডিয়া ডি দলে সঞ্জু স্যামসনকে অন্তর্ভুক্ত করার ঘোষণা করেছে। দলীপ ট্রফির খেলা ৫ সেপ্টেম্বর থেকে। চারটি দল এতে অংশ নিচ্ছে যার মধ্যে শুভম গিল, শ্রেয়াস আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব এবং মায়াঙ্ক আগরওয়ালের মতো তারকারাও খেলছেন।
advertisement
5/5
BCCI মেডিকেল টিম ইশান কিষাণের অবস্থা গভীর পর্যবেক্ষণে রেখেছে৷ তাঁকে দ্রুত সুস্থতায় ফেরানোর জন্য কাজ করছেন। কোয়েম্বাটোরে টিএনসিএ একাদশের বিরুদ্ধে বুচি বাবু আমন্ত্রণ টুর্নামেন্টে মুম্বইয়ের হয়ে খেলতে গিয়ে হাতে চোট পান সূর্যকুমার যাদব।