Team India: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে ফিরছেন বড় তারকা? ১৫ জনের দলে আগে মেলেনি সুযোগ! জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Team India: আয়ারল্যান্ড ও পাকিস্তানকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ ২০২৪ অভিযান শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ ভারত খেলবে আমেরিকা ও কানাডার বিরুদ্ধে।
advertisement
1/6

আয়ারল্যান্ড ও পাকিস্তানকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ ২০২৪ অভিযান শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ ভারত খেলবে আমেরিকা ও কানাডার বিরুদ্ধে। যেখানে খুব সমস্যা হওয়ার কথা নয় টিম ইন্ডিয়ার।
advertisement
2/6
প্রথম দুটি ম্যাচ জিতলেও ভারতের দলের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে রয়েছে প্রশ্ন। বিশেষ যাকে ঘিরে সবথেকে বেশি প্রশ্ন উঠছে তিনি হলেন শিবম দুবে। বাংলাদেশের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ থেকে পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচ, ব্যাটে রান নেই দুবের।
advertisement
3/6
আইপিএলে সিএসকের হয়ে ব্যাটিংয়ে দারুণ ফর্মে ছিলেন শিবম দুবে। বিগ হিটিংয়ের পাশাপাশি অলরাউন্ড অপশন হওয়ার কারণে রিঙ্কু সিংকে পিছনে ফেলে টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছিলেন দুবে। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে নজর কাড়তে পারছেন না তিনি।
advertisement
4/6
দ্রুত ফর্মে না ফিরলে তাঁকে বসিয়ে রিজার্ভে থাকা রিঙ্কুকে দলে নেওয়ার দাবিও উঠেছে। বিশ্বকাপের দল ঘোষণার পরই প্রশ্ন উঠেছিল কেন সুযোগ পেলেন না রিঙ্কু সিং। গত এক বছরে টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার ছিলেন তিনি।
advertisement
5/6
প্রধান দলে রিঙ্কু না থাকলেও রিজার্ভ দলে রয়েছেন তরুণ বাঁ হাতি ব্যাটার। ইতিমধ্যেই ক্রিকেট ফ্যানেরা শিবম দুবেকে বাদ দিয়ে রিঙ্কু সিংকে ভারতীয় দলে সুযোগ দেওয়ার দাবি তুলেছেন। স্লো উইকেটে ব্যাটিং শৈলি থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়ার সাহস, সবকিছুতেই দুবের থেকে রিঙ্কু এগিয়ে বলে মত সকলের।
advertisement
6/6
কিন্তু ফ্যানেরা দাবি তুললেও রিঙ্কু সিংকে প্রথম দলে নেওয়া এখন যাবে না। কারণ আইসিসির নিয়ম অনুযায়ী একমাত্র প্রথম ১৫ জনের দলের কারও চোট-আঘাত লাগলেই একমাত্র রিজার্ভ লিস্ট থেকে প্লেয়ার নেওয়া যাবে। আর এখনই দুবের উপর আস্থা হারাচ্ছে না দল।